Imran Khan may resign today : সংখ্য়াগরিষ্ঠতা হারিয়ে যেকোনো মুহুর্তে ইস্তফা দিতে পারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাকিস্তানে গদি টলমলে ইমরান খানের (Imran Khan)। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে বিরোধীরা। বিরোধী দলনেতা শাহবাজ শরিফ (Shahbaz Sharif) এই অনাস্থার বক্তব্য প্রকাশ করেছেন। আগামী ৩১ মার্চ হওয়া জাতীয় সংসদ স্থগিত করা হয়েছে। এ বিষয় নিয়ে যাবতীয় আলোচনায় বসতে পারেন বিরোধীরা। তার সাতদিনের মধ্যে ভোটাভুটিও হতে পারে।
সূত্রের খবর, নির্বাচনের আগেই ইমরান খান ইস্তফা ( Imran Khan may resign today ) দিতে পারেন। তেহরিক এ ইনসাফ অর্থাৎ পিটিআই (PTI Pakistan) সরকারের অন্যতম শরিক দল মুত্তাহিদা কাওমি মুভমেন্ট (MQM Pakistan) হাত মিলিয়ে নিল বিরোধী পক্ষের সঙ্গে।
সর্বসমক্ষে তা জানান প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (PPP Pakistan) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilaal Bhutto Zardari)। বিলাবলের বক্তব্য তার নিজস্ব দল এবং রাবতা কমিটি -এমকিউএম এর সমঝোতা হয়ে গিয়েছে।
Russia-Ukraine war:ইউক্রেন ভাগের আশঙ্কার মধ্যেই রুশ বিদেশমন্ত্রীর মন্তব্যে আশার বাণী
এমকিউএম দলের প্রবীণ নেতা ফাইসল সবজওয়ারিও(Faisal Sabzwari) সমঝোতার কথা প্রকাশ্যে বলেছেন। এই বিষয়ে একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে এবং তা খুব শীঘ্রই সংবাদমাধ্যমকে জানানো হবে। এদিকে বর্তমানে পাকিস্তানের সংসদে আসন রয়েছে ৩৪২টি।
Imran Khan may resign today
ইমরান খানকে পরাস্ত করতে গেলে ১৭২ জন সংসদের সমর্থনের প্রয়োজন। পাকিস্তানে ইমরান খানের ( Imran Khan may resign today ) ক্ষমতায় আসার অন্যতম প্রধান সমর্থক ছিলেন এমকিউএম। প্রধান দল পিটিআই এর সঙ্গে বচসা লেগে থাকলেও অবস্থা এই পরিণতিতে পৌঁছাবে তা কেউ জানত না।
এমকিউএম এর এই আজব পরিবর্তনে ইমরান খানের পদ যথেষ্ট টলমল। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের সরকার গঠনের সময় সংসদ ছিলেন ১৭৯ জন।
তবে এমকিউএমের শিবির দল করায় সেই সংখ্যা দাঁড়ায় ১৬৪ তে। বিরোধীপক্ষের সমর্থনে রয়েছেন ১৭৭ জন সাংসদ। ইতিমধ্যেই দুজন মন্ত্রী ইমরান খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রায় দুই ঘণ্টার ধরে গঠিত প্রেস বিবৃতিতে ইমরান খান জানান যে সাড়ে তিন বছরের এই সরকারকে ফেলে দেওয়ার পেছনে বিদেশি চক্রান্ত রয়েছে। অনাস্থা ভোটে হারলে ৬৯ বছরের কাপ্তান এর সময়সীমা শেষ হতে চলেছে পাকিস্তানে। কিন্তু তার আগেই কি ইমরান খান ইস্তফা দেবেন? সেটাই এখন দেখার পালা।