২৪ ঘন্টায় ৪৫ হাজারের গন্ডি ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন রেকর্ড ভারতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড ভারতের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৫,৭২০ জন। মৃত ১১২৯।

এখনও অবধি গোটা দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩৮,৬৩৫। মৃতের সংখ্যা ২৯,৮৬১ জন।

যদিওু এই মুহুর্তে সুস্থতার হার ৬৩.১৮ শতাংশ। যাদের টেস্টিং করা হয়েছিল তাদের মধ্যে প্রায় ১৩ শতাংশ রোগীর দেহে করোনা পজিটিভ মিলেছে।

বুধবার ৩,৫০,৮২৩ জন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনও অবধি যা সর্বাধিক। এখনও অবধি মোট ১.৫ কোটি ভারতীয়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

গত ২৪ ঘন্টায় যে পাঁচটি রাজ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক; মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ। মহারাষ্ট্র এ আক্রান্তের সংখ্যা ১০,৫৭৬ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৬০৪৫ জন, তামিলনাড়ুতে ৫৮৪৯, কর্ণাটকে ৪৭৬৪ এবং উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২৩০০।

গত ২৪ ঘন্টায় সর্বাধিক মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে। মৃতের সংখ্যা ৫১৮ জন। মহারাষ্ট্র এ ২৮০, অন্ধ্রপ্রদেশে ৬৫, কর্ণাটকে মৃত ৫৫ জন এবং পশ্চিমবঙ্গে মৃত ৩৯ জন।

স্টার স্পোর্টসের অমতে ঝুলে রইল এবারের আইপিএলের ভবিষ্যৎ

লাগাতার বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে দেশের একাধিক শহরে সম্পুর্ণভাবে লকডাউন ঘোষণা করেছে সরকার। গোটা বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পরেই অবস্থান ভারতের।

করোনা নিয়ে এবার সেরো-সার্ভে চালু করার পরিকল্পনা নিল দিল্লি সরকার। প্রত্যেকমাসে একবার করে এই সেরো-সার্ভে চলবে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রর জৈন। গতবার সেরো-সার্ভের মাধ্যমে প্রায় ২৩ শতাংশ মানুষের শরীরের কোভিডের লক্ষণ ধরা পড়ে।

অন্যদিকে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সপ্তাহে দু’দিন করে লকডাউনের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

সারা করোনা আক্রান্তের সংখ্যা ১৫০০৭২৯১ জন। মৃত ৬১৭৬০৩। শুরু থেকেই আফ্রিকা নিয়ে আশঙ্কায় ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানেও মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে আগামী বছরের শুরুতেই আসতে চলেছে কোভ্যাক্সিন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে প্লাজমা ব্যাঙ্ক গঠন করে চিকিৎসা শুরু হয়েছে। কোভিড মোকাবিলায় আগামী বছরের মধ্যেই আশানুরুপ ফল দেখতে পাচ্ছেন চিকিৎসকরা।

সম্পর্কিত পোস্ট