২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা পার করল ৭৫ হাজার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ভারতে একলাফে আক্রান্তের সংখ্যা পার করল ৭৫ হাজারের অধিক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছে ৭৫,৭৬০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩.১ লক্ষের অধিক। সুস্থতার হার ৭৬.২৪ শতাংশ। করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ২৫,২৩,৭৭১ জন।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭,১৮,৭১১ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩,৯৭,২৬১ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩,৮২,৪৬৯ জন। কর্ণাটকে ৩,০০,৪০৬ জন। উত্তরপ্রদেশে ২,০৩,০২৮ জন।

অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় দফার ট্রায়াল শুরু হয়েছে। পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াতেও ট্রায়াল শুরু হয়েছে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৪,৮৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭,১৮,৭১১ জন। ২১ অগাস্ট মহারাষ্ট্রে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ১৪,৪৯২।যা এখনও অবধি সর্বাধিক।

বুধবার এইমসের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের শুধুমাত্র ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেহের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এখনও অবধি গোটা দেশে ৩.৮৫ কোটি মানুষের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে গতকাল ৯.২৪ লক্ষ মানুষের দেহ থেকে নমুনা সংগ্রহ হয়েছে।

গোটা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ৮.২৫ লক্ষ। আক্রান্তের সংখ্যা ২.৪১ কোটি। গত বছর চিন থেকে আসা এই ভাইরাস ক্রমাগত বৈশিষ্ট্য পরিবর্তন করে দাবানলের মতো মানবদেহে ছড়িয়ে পড়ছে।

সম্পর্কিত পোস্ট