২৪ ঘন্টায় দেশ জুড়ে ৬৬ হাজার ছাড়াল কোভিড আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণে নতুন রেকর্ড ভারতের। একদিনে আক্রান্তের সংখ্যা ৬৬,৯৯৯। এখনও অবধি মোট আক্রান্তের সংখ্যা ২৩,৯৬,৬৩৭।
কেন্দ্রের বুলেটিন অনুযায়ী এখন অবধি কোভিডকে পরাজয় করে সুস্থ হয়েছেন ১৬,৯৫,৯৮২ জন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৯৪২ জন। মোট মৃতের সংখ্যা ৪৭,০৩৩।
ভারতে কোভিড সংক্রমণের তালিকায় সর্বাধিক রাজ্যের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। যার মধ্যে মহারাষ্ট্রে এর প্রভাব সবচেয়ে বেশী।
গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ১২,৭১২। মোট আক্রান্তের সংখ্যা ৫,৪৮,৩১৩। মৃত ১৮,৬৫০। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩,৪০৮।
তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫,৮৭১। মৃত ১১৯। মোট আক্রান্ত ৩,১৪,৫২০।
স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, মৃত্যু সংবাদের গুজব ওড়ালেন অভিজিৎ
বুধবার অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ পার করেছে। গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ৯,৫৯৭। মোট আক্রান্তের সংখ্যা ২,৫৪,১৪৬।
কর্নাটকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭,৮৮৩ জন। এই রাজ্যে মোট সংক্রমণের আশি হাজার পার করেছে।
কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২১২ জন। মৃত ছয়। মোট আক্রান্তের সংখ্যা ৩৮,১৪৪। মৃত ১২৬।
বুধবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, চিকিৎসায় গতি আনতে কোভিড সংক্রমিত রোগীদের ফোন কল রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে কেরল পুলিশ।
গত ২৪ ঘন্টায় অসমে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,৫৯৩। মোট আক্রান্তের সংখ্যা ৬৮,৯৯৯। মৃত ১৬১।
আমেরিকা ব্রাজিলের পরেই করোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে ভারত। গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটির অধিক মানুষ। মৃত ৭.৪৯ লক্ষ।