রাজ্য নয়, ২১ এ বিজেপির ভরসা কেন্দ্রীয় নেতৃত্ব

রাজ্যের ৫ জোনের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বাইরের ৫ জন কেন্দ্রীয় নেতাদের।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বাংলার মাটিতে পা রেখেই ২০০ টি আসনের হুঙ্কার দিয়েছিলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। মঙ্গলবার বিজেপির তরফে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে বিধানসভার ঘুটি সাজিয়ে ফেলার কাজ শুরু হয়ে গেল। রাজ্য নেতৃত্ব নয়, প্রত্যেকটি জায়গার মাথায় থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব।

মঙ্গলবার দলীয় নেতাদের নিয়ে হেস্টিংসের দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন আইটি সেল প্রধান অমিত মালব্য। বিজেপির সাংগঠনিক প্রধান বিএল সন্তোষ, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গীয়, সুনীল দেওধর, দুষ্মন্ত গৌতম, বিনোদ তাওরে এবং হরিশ দ্বীবেদী।

এছাড়াও ছিলেন মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষরাও। নাম ধরে ধরে কাজ ভাগ করে দেওয়া হল নেতাদের। রাজ্যের ৫ জোনের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বাইরের ৫ জন কেন্দ্রীয় নেতাদের।

মেদিনীপুর, হাওড়া, হুগলী দেখবেন ত্রিপুরার বিজেপি কিংমেকার সুনীল দেওধর, রাঢ়বঙ্গের দায়িত্বে থাকবেন বিনোদ সনকর, উত্তরবঙ্গ দেখবেন হরিশ দ্বিবেদী, কলকাতা থাকবে দুষ্ম্যন্ত গৌতমের দায়িত্বে।

নবদ্বীপ দেখবেন বিনোদ তাওড়ে। রাজ্যের মধ্যে কোথায় সংগঠন দুর্বল এবং কোথায় সংগঠন শক্তিশালী তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা করা হয়েছে। সবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্ব।

সার্বিকভাবে রাজ্য সংগঠন দেখবেন কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন। সোশ্যাল মিডিয়া এবং ডিজিট্যাল প্রচার দেখবেন আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য।

নতুন দায়িত্বে আসা কেন্দ্রীয় নেতৃত্ব ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গোটা পরিস্থিতির বিষয়ে অবগত হবেন। খুব শীঘ্রই নতুন করে কাজ চালু করা হবে। বিরোধী পক্ষ কোথায় কিভাবে ঘুটি সাজাচ্ছে তাঁর ওপরেও বিশেষ নজর থাকবে। সেই অনুযায়ী পাল্টা রণনীতি সাজাবে গেরুয়া শিবির।

বিহার নির্বাচনের ফলাফলে যথেষ্ট উচ্ছ্বাসিত গেরুয়া শিবির। এবার তাঁদের লক্ষ্য বাংলা। তাই বিহারের নির্বাচন মিটতে না মিটতেই বাংলায় এসে বৈঠক করে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী দিনে দল কিভাবে পরিচালনা করতে হবে সমস্ত কিছু ঠিক করে দেন তিনি। সেইসঙ্গে বাংলা থেকে ২০০ টি আসন নিয়ে বিজেপির সরকার গঠন হবে বলে দাবী করেন অমিত শাহ। অমিত শাহের এই বয়ানের ওপর জোর দিয়েই আগাম মাঠে নেমেছে দীলিপ-মুকুল-রাহুলরা।

সম্পর্কিত পোস্ট