করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিপুল অর্থ মঞ্জুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা (Corona) পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ ক্রমে রাজ্য সরকারকে বিপুল অর্থ মঞ্জুর করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, পঞ্চদশ অর্থ কমিশনের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য খাতে পরিকাঠামোর মেরামতির জন্য তিন বছরের জন্য প্রায় ৫৬৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে।একেবারে প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন থেকে নতুন পরিকাঠামো তৈরির সবিস্তার রূপরেখা প্রতিটি জেলায় পাঠানোর কাজও সম্পূর্ণ। জেলাশাসকদের বলা হয়েছে, দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি চালাতে হবে।

দ্বিতীয় দফায় চল্লিশ হাজার কৃষককে ‘বাংলা শস্য বীমা’ দেবে রাজ্য

জেলা শাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে, গ্রামীণ এলাকায় যে-সব প্রাথমিক বা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব ভবন নেই, তাদের নিজের বাড়ি নির্মাণ করতে হবে। তাই জমি খুঁজতে বলা হয়েছে। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাবসেন্টারে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার উপযোগী পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাবসেন্টারগুলিকে হেলথ ও ওয়েলনেস কেন্দ্রে (এইচডাব্লিউসি) পরিষেবার মানোন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।বড় হাসপাতাল গুলিতে রোগীর চাপ কমাতে এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট