ভারতে একদিনে রেকর্ড সংখ্যক ১৭,২৯৬ জন করোনা আক্রান্ত, মৃত ৪০৭

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ভারতে ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস করোনায় রেকর্ড সংখ্যক ১৭ হাজার ২৯৬ জন আক্রান্ত এবং ৪০৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে জানিয়েছে দেশে এপর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন। মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩০১ জনে পৌঁছেছে।

একইসঙ্গে ২ লাখ ৮৫ হাজার ৬৩৭ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এর ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪৬৩ জনে দাঁড়িয়েছে।

মহারাষ্ট্র রাজ্য করোনায় আক্রান্তের নিরিখে সবার উপরে রয়েছে। এখানে এপর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৭৪১ জন আক্রান্ত এবং ৬ হাজার ৯৩১ জনের মৃত্যু হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৯২ জন মারা গেছে।

রাজধানী দিল্লিতে এপর্যন্ত ৭৩ হাজার ৭৮০ জন আক্রান্ত এবং ২ হাজার ৪২৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩ হাজার ৩৯০ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে ২৯ হাজার ৫২০ জন আক্রান্ত এবং ১ হাজার ৭৫৩ জন মারা গেছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৭৭ এবং মৃত ৯১১ জন।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে ৬০৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫২। পশ্চিমবঙ্গে মোট ১৫ হাজার ৬৪৮ জন করোনা আক্রান্ত হলেও ইতোমধ্যেই ১০ হাজার ১৯০ জন সুস্থ্ হয়েছে।

সম্পর্কিত পোস্ট