কেরলে কোভিড পরিস্থিতি ভয়াবহ, সোমবার থেকে নাইট কার্ফু জারি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে কেরলে। তাই  আগামী সোমবার থেকেই নাইট কার্ফু জারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাত দশটা থেকে পরদিন সকাল ছটা অবধি কার্যকর থাকবে এই নিয়ম। বিগত কয়েক দিনে রাজ্যে দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

শনিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে  ৪৫ হাারের গন্ডি ।  যার ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দেড় লাখ।  গত পাঁচ দিনে সংক্রমণের হার এই দেড় লাখের ঘরে পৌঁছে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন।  ইতিমধ্যেই ১৫৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শিখা মিত্র এবং শুভ্রা ঘোষ

পাশাপাশি অধিক সংক্রমণ প্রভাবিত এলাকাগুলিতে লকডাউন জারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  নাইট কার্ফু সঠিক ভাবে যাতে প্রতিটি রাজ্যবাসী পালন করেন তার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।  সেই সঙ্গে প্রতিটি জেলার  স্বাস্থ্য কেন্দ্রে  নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুত রাখার।

দ্বিতীয় ঢেউয়ের সময়ে পরিস্থিতি উদ্বেগের হলেও দ্রুতই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছিল কেরল প্রশাসন।  সম্প্রতি ওনাম উৎসব এর পরেই করোনা সংক্রমণ ফের ভয়াবহ আকার ধারণ করেছে ।

সম্পর্কিত পোস্ট