মমতার জামানায় রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বেড়েছেঃ শোভনদেব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই সরকারের আমলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা আরও উন্নতি হয়েছে।

তিনি বলেন, ‘তৃণমূলের আমলে বেড়েছে সাব স্টেশনের সংখ্যা। বাংলায় লো ভোল্টেজ এখন অতীত। ২৩ জেলার ১০০% গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। সৌরবিদ্যুতের উৎপাদন বেড়ে ১৩০ মেগাওয়াট।’

এদিন কেন্দ্র সরকারের প্রতি সমালোচনার সুরে তিনি বলেন, ‘কেন্দ্র সরকার রেল ও ব্যাঙ্কের বেসরকারিকরণ করছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এক কোটি মানুষের কর্মসংস্থান , করেছেন, বেকারত্ব কমিয়েছেন ৮০শতাংশ. এছাড়া নতুন করে যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে তাতে হায়দরাবাদকেও ছাড়িয়ে দ্রুত ছাপিয়ে যাবে বাংলা বলে  এদিন মন্তব্য করেন তিনি।

তথ্য পরিসংখ্যান দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, ১০০ শতাংশ গ্রামে বিদ্যুতের কথা। আগে যেখানে রাজ্যে ৩০০-র বেশি লো ‘ভোল্টেজ পকেট’ ছিল, এখন সেখানে সেই সংখ্যাটা ২০-তে এসে ঠেকেছে। সৌরবিদ্যুতেও বাংলা অনেক এগিয়ে বলে দাবি করেন মন্ত্রী।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/gmail-google-and-youtube-down-services-crash-for-users-worldwide/

তিনি বলেন, দাদনপাত্রবাড়ে অচিরেই যে সৌরবিদ্যু‍ৎ প্রকল্প শুরু হতে চলেছে, তার সৌজন্যে গোটা পূর্বাঞ্চলে সৌরবিদ্যু‍ৎ উ‍ৎপাদনে বেশ ভাল জায়গায় থাকবে বাংলা।

জিতেন্দ্র তিওয়ারি-ঘটনা সূত্রে তিনি বলেন, অনেকেই প্রকল্পের রূপায়ণে সরকারের কাছে টাকা চেয়ে চিঠি লেখেন। এটাও তেমনই একটি চিঠি। এটার মধ্যে কোনও অন্যায় নেই। কোনও ভাবে এটি বাইরে চলে এসেছে। এটা নিয়ে আলোচনা হবে দলে।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এটা গণতান্ত্রিক দল। এখানে কারও কিছু বলার থাকলে তিনি তা বলতে পারেন। রাজীব তৃণমূলেই আছে।’

সম্পর্কিত পোস্ট