রাজস্থানে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অবিনাশ পান্ডেকে সরিয়ে আনা হল অজয় মাখেনকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলে ফেরার পর হাইকম্যান্ডের কাছে কতগুলি টার্মস এন্ড কন্ডিশন সামনে এনেছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। যার মধ্যে অন্যতম ছিল দলের সাধারণ সম্পাদক পদ থেকে অবিনাশ পান্ডেকে সরিয়ে অন্য কাউকে আনতে হবে।
পাইলট অনুগামীদেত তরফে জানানো হয়, অবিনাশ পান্ডে মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের ঘনিষ্ঠ। গত একমাস ধরে চলা রাজস্থানের রাজনৈতিক ডামাডোলে অবিনাশ পান্ডের তরফে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অবিনাশ পান্ডেকে সরিয়ে অজয় মাখেনকে দলের সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে। এমনকি নতুন যে কমিটি গঠন করা হয়েছে, সেখানেও শচীন পাইলটের প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও শচীন পাইলট এবং অশোক গেহলোটের দ্বন্দ্ব সামলাতে কেসি ভেনুগোপাল এবং আহমেদ প্যাটেলের ওপর ভরসা রেখেছেন।
১৩ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বহু গুণে বেড়েছেঃ হু
দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শচীন পাইলট। টুইটারে তিনি লেখেন, অজয় মাখেনকে স্বাগত। রাজস্থান কংগ্রেসের সম্পাদক পদে অজয় মাখেনকে আনার পর রাজস্থান কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে।
দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। টুইট করে তিনিও অজয় মাখেনকে অভিনন্দন জানিয়েছেন।
গত একমাস ধরে চলা রাজস্থানের রাজনৈতিক অস্থিরতা জাতীয় রাজনীতির হেডলাইন হয়৷ গত সপ্তাহে দলের হাইকম্যান্ডের সঙ্গে শচীন পাইলটের সাক্ষাতের পর প্রশ্ন উঠেছিল কোন সমঝোতার পথ অবলম্বন করল কংগ্রেস? সোমবার সেই উত্তর খানিকটা পাওয়া গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।