রামপুরহাটে আরও ৪ জনের শরীর মিলল করোনা পজিটিভ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ থেকে চতুর্থ দফায় শুরু লকডাউন।  প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬১৬৯। এই সময়ে আরো ১২৭ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০২৯।

পশ্চিমবঙ্গে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা,২৬৭৭ জন। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৩৮ জন।

তবে সবদিক বিবেচনা করেই লকডাউনের চতুর্থ পর্যায়ে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে।

স্বাভাবিক জনজীবনের যখন একটু একটু করে ফেরার প্রয়াস চলছে তখনই আরও ৪ জনের করোনা পজিটিভ ধরা পড়ল রামপুরহাট মহকুমাতে। এই চারজনের মধ্যে ময়ূরেশ্বর ১নং ব্লকের তিনজন ও নলহাটি ২নং ব্লকের কামারসান্ডা গ্রামের একজন।

কলকাতা থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে আম্ফান, জারি হলুদ সতর্কতা

ময়ূরেশ্বরের তিনজনের মধ্যে একজন মহিলা স্বাস্থ্য কর্মীও রয়েছেন। তার বাড়ি মল্লারপুর। আশ্চর্যের বিষয় হল এদের কারোর মধ্যে কোন করোনার উপসর্গ দেখা যায় নি। এদের প্রত্যেককে বোলপুর কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, রবিবারই বীরভূমে একজন করোনা পজিটিভের হদিস মিলেছে। যদিও তার বাড়ি পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার গঙ্গারামপুরে। ১৯ বছরের এই যুবকের ডায়ালিসিস চলত বোলপুর মহকুমা হাসপাতালে।

উপসর্গ দেখা দেওয়ায় গত ১২ ই মে তার লালারস বোলপুর মহকুমা হাসপাতালে সংগ্রহ করা হয়। শনিবার তার নমুনায় পজিটিভ ধরা পড়ে। এই নিয়ে বীরভূমে রবিবার পর্যন্ত ৮ জনের পজিটিভ ধরা পড়ে। তবে ৬ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

একজন ভর্তি রয়েছেন বোলপুর গ্লোবাল করোনা হাসপাতালে। জেলায় বিভিন্ন আইসোলেশনে ভর্তি রয়েছেন ৪২ জন। গভঃ কোয়ারান্টিনে রয়েছেন ১,১৮৬ জন।

এ পর্যন্ত জেলায় ৩,৭৭৩ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট পাওয়া গেছে মাত্র ১,৬০৫ জনের। তবে খুব শীঘ্রই টেস্টিং ল্যাব সিউড়ি সদর হাসপাতালে চালু হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট