পশ্চিমবঙ্গের নির্বাচনে দুই অঙ্কের আসন পেতে বিজেপির ঘাম ঝড়বে দাবী প্রশান্ত কিশোরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্ষমতায় আসা দুরের কথা, বাংলায় দুই অঙ্কের আসন সংখ্যায় পৌঁছাতেই বিজেপির ঘাম ঝড়ে যাবে। সোমবার টুইটারে এমনটাই দাবী করলেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর।

শনিবার থেকেই বঙ্গ রাজনীতি নিয়ে কম জল্পনা হয়নি। মেদিনীপুরের জনসমাবেশে শুভেন্দু অধিকারী সহ একাধিক দলের নেতাদের বিজেপিতে যোগদান এবং রবিবার বোলপুরে অমিত শাহের মেগা র‍্যালি বেশ নজর কেড়েছিল। শুভেন্দুর এই রেশ ধরেই তৃণমূলে আরও ভাঙন ধরাতে চলেছে বিজেপি। এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রশান্ত কিশোরের এই মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ

নিজেই টুইট করে বলেন, অনুগত সংবাদমাধ্যম যতই হাইপ তুলুক, বিজেপি দুই সংখ্যা পার করতে পার করতে ঘাম ছুটে যাবে। এই টুইট সেভ করে রাখুন, বিজেপি এর থেকে ভালো ফল করলে টুইটার ছেড়ে দেবো।

 

গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র ২২ টি আসন পাওয়ার পর দলের মূল্যায়নের দায়িত্বভার নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর কাঁধে তুলে দেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সময় যতই এগিয়ে আসতে শুরু করে দেখা যায় প্রশান্ত কিশোর এবং আইপ্যাক সংস্থার ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন একের পর এক বিধায়ক থেকে শুরু করে দলীয় নেতৃত্ব। যার মধ্যে বেশ কিছুজন বিজেপিতে যোগদান করেছেন। ফলে তৃণমূলের অন্দরে ভাঙন ধরেছে এটা বলার অবকাশ ছিল না। কিন্তু গোটা বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলনেত্রী নিজেই দাবী করেছেন একটা দুটো গেলে কিছু আসে যায় না। আবার কাউকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব।

এরই মধ্যে বোলপুরে মেগা র‍্যালি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভোট আসলে দেখা যাবে মমতা একাই তৃণমূল রয়ে গিয়েছেন। বিজেপি ক্ষমতায় আসলে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট