সমালোচনার জবাব,মুখ্যমন্ত্রীর চিঠি প্রকাশ্যে আনল রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যপালের মিথ্যা প্রচারের জবাব দিল রাজ্য সরকার। কৃষি বিল নিয়ে রাজ্যের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা না নেওয়ার জন্য রাজ্য সরকারকে দূষেছিলেন রাজ্যপাল জগদীপ ধরকর।

রাজ্যপালের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ট্যুইট করে রাজ্যবাসীকে জানানো হয়, রাজ্যপালের অভিযোগের বাস্তবতা কতটা।

এদিন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে দুটি কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ এবং ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং হর্ষ বর্ধন, দুজনকেই তিনি ৯ তারিখ চিঠি দুটি পাঠিয়েছেন।
সংসদে পাশ হওয়া তিনটি কৃষি বিল নিয়ে হাজারও বিতর্ক, বিরোধিতার মাঝেই মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনটি

টুইট করেছিলেন রাজ্যপাল। এবার তারই জবাব দিল রাজ্য প্রশাসনিক দফতর। মুখ্যমন্ত্রী যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে এই প্রকল্প চালুর জন্য ৯ তারিখই চিঠি পাঠিয়েছেন, তা ট্যুইট করে জানানো হল।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/agriculture-bill-the-state-government-was-attacked-again-by-the-governor-the-tmc-thought-it-was-a-reciprocal-monarchy/

উল্লেখ্য কোভিড পরিস্থিতিতে যেসব রাজ্য ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করেনি, বাংলা-সহ সেই ৬ রাজ্যকে চলতি মাসে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। জানতে চাওয়া হয়েছিল, কেন চালু হয়নি প্রকল্পটি?

এই ৬ রাজ্যই বিরোধী শাসিত। শীর্ষ আদালতের নোটিসের পর ৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানান যে প্রকল্পের টাকা হাতে পেলে তিনি চালু করবেন ‘আয়ুষ্মান ভারত যোজনা’।

যদিও এ রাজ্যে কেন কেন্দ্রীয় প্রকল্পটি চালু হয়নি, তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বাংলার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধার বিস্তারিত তুলে ধরেছেন চিঠিতে।

একইভাবে ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের ক্ষেত্রেও তিনি বাংলার ‘কৃষকবন্ধু’র সুবিধার কথা বিস্তারিত জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট