দক্ষিণ দিনাজপুরে সাংগঠনিক স্তরে রদবদল, নতুন চেয়ারম্যান বিপ্লব মিত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিণ দিনাজপুর জেলায় সাংগঠনিক স্তরে রদবদল শাসক শিবিরের। তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তীর পরিবর্তে নতুন চেয়ারম্যান হলেন বিপ্লব মিত্র। রাজ্য কমিটির সহ-সভাপতি করা হলো শঙ্কর চক্রবর্তীকে।

তৃণমূলের প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী পোড়খাওয়া রাজনীতিক বিপ্লব মিত্র। দীর্ঘদিন সামলেছেন দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতির পদ। পরবর্তী সময়ে নাট্যকর্মী অর্পিতা ঘোষ সেই জেলার দায়িত্ব পাওয়ার পরই দ্বন্দ্ব শুরু উভয়ের মধ্যে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/subhra-kundu-arrested-by-cbi-on-rose-valley-case/

অর্পিতা ঘোষ-বিপ্লব মিত্রের অন্তর্দ্বন্দ্বের কথা তৃণমূলের অন্দরে সুবিদিত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন একাধিকবার।

শেষমেশ, উভয়ের মতান্তর আর মেটেনি। উনিশের লোকসভায় জেলায় দলের খারাপ ফলাফলের পর অভিমান নিয়েই বিপ্লব মিত্র সদলবলে তৃণমূল ছেড়ে বেরিয়ে যান, যোগ দেন গেরুয়া শিবিরে। পরে অবশ্য, গতবছরের ১ আগষ্ট তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন।

একুশের নির্বাচনের দিকে তাকিয়ে তিনি দক্ষিণ দিনাজপুরের দলীয় সংগঠনে আগেও বদল এনেছেন। তার প্রথম ধাপ অর্পিতা ঘোষকে জেলা সভানেত্রী পদ থেকে সরিয়ে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া। তারপর সেখান থেকে তাকে সরিয়ে চেয়ারম্যান করা হয় শঙ্কর চক্রবর্তীকে।

সম্পর্কিত পোস্ট