সংখ্যার নিরিখে দাগি প্রার্থী প্রথম দফায় সবচেয়ে বেশি বিজেপিতে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনকে অবাধ এবং দুর্নীতিমুক্ত করতে যে সংগঠনগুলি দীর্ঘদিন ধরে কাজ করছে তারমধ্যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস বা এডিআর অন্যতম। তাদের গবেষণা বলছে, পশ্চিমবঙ্গ ক্রমশ রাজনীতিতে দাগি আসামীদের আখড়া হয়ে যাচ্ছে।
শাসক কিংবা বিরোধী রাজনীতিতে বিহার কিংবা উত্তরপ্রদেশের কায়দায় ধীরে ধীরে প্রবেশ করছে দাগীরা। সামনেই প্রথম দফার নির্বাচন। তার আগেই বিস্ফোরক তথ্য দিল বেসরকারি নির্বাচন নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। প্রার্থীদের দেওয়া হলফনামা খতিয়ে দেখে তারা জানিয়েছেন, ৩০ আসনে মোট ১৯১ জন প্রার্থীর মধ্যে ৪৮ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত। যার মধ্যে সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে বিজেপি।
প্রথম দফার ভোটে ৩০ আসনের মধ্যে ২৯ আসনে লড়ছে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। আর সেই ২৯ প্রার্থীর মধ্যে ১২ জন দাগি প্রার্থী। অর্থাৎ তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। আর তারমধ্যে ১১ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে। দাগিদের প্রার্থী করার নিরিখে বিজেপির পিছনেই রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
1985% সম্পত্তি বাড়ল তৃণমূল বিধায়ক জ্যোৎস্না মাণ্ডির
তবে শতাংশের নিরিখে ধরলে সবচেয়ে বেশি দাগী প্রার্থী রয়েছে সিপিএমের। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। কারণ শতাংশের বিচারে প্রথম দফার ৫৬ শতাংশ সিপিএম প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, মধ্যে ৫০ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।
বেসরকারি নির্বাচন নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের পক্ষ থেকে শুক্রবার রাজ্যের প্রথম দফার ভোটে লড়াইতে নামা প্রার্থীদের এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দফার ভোটে লড়াইয়ে নামা ১৯১ প্রার্থীর হলফনামা খতিয়ে দেখা গিয়েছে, ৪৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তার মধ্যে আবার ৪২ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। সবচেয়ে বেশি দাগি প্রার্থী বিজেপির। পদ্ম শিবিরের ১১ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে।
সিপিএমের ৯ জন ও তৃণমূলের ৮ জন করে প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে। এসইউসিআইয়ের ২ জন, ৬ জন নির্দল ও অন্যান্য দলের ৬ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধে মামলা রয়েছে।
কংগ্রেসের ইশতেহারের নারী নিরাপত্তায় জোর
ওই সংস্থার তরফে জানানো হয়েছে, যে কজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হিসেবে রয়েছে তার মধ্যে ১৯ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগের মামলা, ভারতীয় ফৌজদারির দণ্ডবিধির ৩০৭ ধারা।
১২ জনের বিরুদ্ধে রয়েছে মহিলাঘটিত অপরাধ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, খুনের মামলা রয়েছে ৮ জনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারা। অর্থাৎ শাসকদলের ভাগ্য নির্ধারণ করবে আমজনতা, যাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন দাগি আসামী। আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন।