নির্বাচনের মুখে পরিকাঠামো খাতে ঢালাও বরাদ্দ এবারের বাজেটে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  শুক্রবার বিধানসভায় অন্তবর্তী বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রের পরিবর্তে এদিন ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন পরিকাঠামো খাতে ঢালাও বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। যদিও ভোটের মুখে এই বাজেট কতটা তাৎপর্যপূর্ণ তা প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের একাংশ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, পথশ্রী প্রকল্পের অধীনে ১০ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে। স্টেট হাইওয়ের সঙ্গে গ্রামীন রাস্তাগুলিকে যোগ করা হবে। নন্দীগ্রামে হলদি নদীর ওপর একটি সেতু তৈরি হবে।

একইসঙ্গে নিউটাউন থেকে ইএম বাইপাস অবধি তৈরি হবে উড়ালপুল। উল্টোডাঙ্গা থেকে পোস্তা অবধি উড়ালপুল। পাইকপাড়া থেকে শিয়ালদহ স্টেশন অবধি উড়ালপুল। টালা থেকে ডানলপ ছয় লেনের উড়ালপুল। গড়িয়া থেকে যাদবপুর অবধি তৈরি হবে উড়ালপুল।

আরও পড়ুনঃ অর্থমন্ত্রীর পরিবর্তে মুখ্যমন্ত্রী কেন? বাজেট বয়কট করলেন বিজেপি বিধায়করা

রুবি থেকে কালিকাপুর উড়ালপুল। যার জন্য বরাদ্দ করা হয়েছে ২,৫৭৫ কোটি টাকা। ব্রিজ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে।

এছাড়াও কলকাতা থেকে বাসন্তী অবধি তৈরি হবে চার লেনের রাস্তা। পথচারীদের জন্য পার্ক সার্কাস থেকে কানেক্টার অবধি স্কাইওয়াক। রাজ্যের ৩৭৬ টি নিকাশী খালের ওপর কাঠের বদলে কংক্রিটের সেতু।

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বলেন, পর্যটন শিল্পে বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। এছাড়াও বালুরঘাট, মালদহ, কোচবিহার থেকে বিমান চলাচলে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট