দুর্যোগের আশঙ্কা শহরে, প্রস্তুতি খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম
দ্য কোয়ারি ডেস্ক : ভরা কটালে কলকাতার নীচু এলাকা প্লাবিত ও জলমগ্ন হাওয়ার যে আশংকা আছে তা মোকাবিলায় কলকাতা পুর নিগম প্রস্তুত আছে বলে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানিয়েছেন।
গঙ্গার তীরবর্তি কয়েকটি এলাকা এদিন তিনি ঘুরেও দেখেন। ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুর এলাকার প্রত্যেকটি নীচু জায়গায় পুর নিগমের পাম্প বসানো আছে। প্রত্যেক বোরোতেও পাম্প এর ব্যবস্থা রাখা আছে।
তিনি বলেন, ভরা কটালের জন্য লক গেট বন্ধ রাখা হয়েছে। গঙ্গার ধারে মানুষ জনকে সতর্ক করা হচ্ছে। শহরে নীচু এলাকায় মানুষের ঘরে জল ঢুকে গেলে তাদের স্কুল এ থাকার ব্যবস্থা করা হয়েছে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলা নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
পাশাপাশি রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে জেলা প্রশাসন ও কলকাতা পুর নিগমেকে সতর্ক করেছে।
ইতিমধ্যে কলকাতা পুর নিগমের সবকটি পাম্প হাউসে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
শহর কলকাতার যে সমস্ত নীচু এলাকা রয়েছে, সেখানে ২০০ টিরও বেশি ভ্রাম্যমান হাই পাওয়ার পামসেট বসিয়ে জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হচ্ছে।
পাশাপাশি জলমগ্ন অবস্থার সৃষ্টি হলে যাতে ওই সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে পুরো আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই ক্যাম্পে থাকা-খাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কলকাতা পুরনিগমের পক্ষ থেকে।