কাশ্মীরিদের আতিথেয়তায় প্রশংসায় পঞ্চমুখ ইউরোপিয়ান প্রতিনিধিরা

কেন্দ্রশাসিত এই অঞ্চলে বানিজ্য ও পর্যটন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা কাশ্মীরের ব্যবসায়ী মহিলা শিল্পোদ্যোগীদের সঙ্গেও আলোচনা করেন বলে জানা গিয়েছে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার ২৫ জনের ইউরোপিয়ান প্রতিনিধির বিশেষ দল শ্রীনগর সফর করেন। এই দলে রয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি, অস্ট্রিয়া, আফগানিস্থান, উজবেকিস্তান এবং পোল্যান্ডের দেশগুলির প্রতিনিধিরা।

জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল গিরিশ চন্দ্র মূর্মূ এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁরা সাক্ষাত করবেন বলে জানা গিয়েছে।

২০১৯ সালের ৫ অগাষ্ট জম্মু কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় ৩৭০ ধারা। এরপর জম্মু কাশ্মীরের প্রকৃত অবস্থা সম্পর্কে সাম্প্রতিক তথ্য সংগ্রহের জন্য এই দলটি বুধবার শ্রীনগর সফর করেন।

কেন্দ্রশাসিত এই অঞ্চলে বানিজ্য ও পর্যটন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা কাশ্মীরের ব্যবসায়ী মহিলা শিল্পোদ্যোগীদের সঙ্গেও আলোচনা করেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরের অবস্থার পরিদর্শনে ২৫ জনের ইউরোপিয়ান প্রতিনিধির বিশেষ দল

এছাড়াও, তাঁরা নাগরিক সমাজের বশিষ্ট ব্যক্তি, ক্রীড়াবিদ, যুব সম্প্রদায়ের প্রতিনিধি এবং আঞ্চলিক পত্রিকাগুলির সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বুধবার সন্ধ্যায় ইউরোপিয়ান প্রতিনিধিদের দল জম্মু কাশ্মীরের রাজনৈতিক দলগুলির একটি প্রতিনিধিদল এবং প্রবীন আধিকারিকদের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে ইউরোপিয় প্রতিনিধিদের সেখানকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

আফগানিস্থানের তরফে প্রতিনিধি তাহির কাদিরি এক টুইট বার্তায় কাশ্মীরের মানুষের আতিথেয়তার ভূয়শী প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ ইন্টার্নশিপ পিরিয়ডঃ বদলে দিতে পারে কেরিয়ারের ডেস্টিনেশন

উল্লেখ্য,  ৯ এবং ১০ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখে যান ১৫ জনের প্রতিনিধি দল। যেখানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার।

এছাড়াও সেবারের ১৫ জনের দলে উপস্থিত ছিলেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, মরোক্কো, গুয়ানা, বাংলাদেশ এবং পেরুর প্রতিনিধিরা।

সম্পর্কিত পোস্ট