গত পাঁচ বছরে তিন লক্ষ টাকা আয় কমেছে শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারী৷ 2016 সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে জয়ী এই বিধায়ক এবারও ওই আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন ৷ তবে আগেরবার তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ আর এই 2021 সালে তিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে ৷
শুক্রবার হলদিয়ায় মহকুমাশাসকের কাছে গিয়ে তিনি মনোনয়ন জমা দেন ৷ আর সেখানে তিনি নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন তাঁর সম্পত্তির হিসেব-নিকেশ এবং আরও অনেক তথ্য৷
কী কী রয়েছে তাতে, দেখে নেওয়া যাক -আয়কর জমার হিসেব অনুযায়ী রোজগার – 2015-16 : 14 লক্ষ 83 হাজার 730 টাকা, 2019-20 : 11 লক্ষ 157 হাজার 15 টাকা। কোথা থেকে অর্থ রোজগার করেন, সেই তথ্য উল্লেখ করতে গিয়ে হলফনামায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে পেনশন ও ব্যবসা ৷
দলবদলের উল্টো স্রোতে হেঁটে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা
তাঁর বিরুদ্ধে একটাই মামলা চলছে ৷ সিবিআই আদালতের নির্দেশে এফআইআর করে ৷ এখনও কোনও মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি ৷
শুভেন্দু অধিকারীর হাতে 5 হাজার টাকা নগদ রয়েছে৷ বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগের পরিমাণ 59 লক্ষ 31 হাজার 647.32 টাকা৷ এটাই তাঁর অস্থাবর সম্পত্তি৷স্থাবর সম্পত্তির মধ্যে কেনা সম্পত্তির দাম 21 লক্ষ 35 হাজার 102 টাকা ৷
স্ব-অর্জিত সম্পত্তির বাজারদর 30 লক্ষ 74 হাজার 602 টাকা ৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির আনুমানিক বাজারদর 8 লক্ষ 50 হাজার টাকা ৷শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএ ৷ 2011 সালে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন।