ত্রিপুরায় সরকারকেই বিরোধীদের প্রচারে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে: সুপ্রিম কোর্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের মুখোমুখী হতেই চরম অস্বস্তিতে পড়লেন বিপ্লব দেব সরকার। ২৫ নভেম্বর ত্রিপুরাতে পুরভোট। তার আগে তৃণমূলের তরফে অভিযোগ, তাঁদের প্রচারে বাধার সৃষ্টি করা হচ্ছে। আক্রমণ করা হচ্ছে দলীয় কর্মীদের।

এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, প্রত্যেক রাজনৈতিক দলেরই শান্তিপূর্ণ ভাবে প্রচার করার অধিকার রয়েছে। সরকারকে শান্তিপূর্ণ ভাবে প্রচার চালানোর যথাযথ দায়িত্ব নিতে হবে। কাউকে প্রচারে বাধা দেওয়া যাবে না।

যদি কোনও প্রার্থীর নিরাপত্তার প্রয়োজন হয়, তবে সরকারকে তা নিশ্চিত করতে হবে। ত্রিপুরা প্রশাসনকে স্বতন্ত্র এবং নিরপেক্ষতার সাথে নির্বাচনী কাজ শেষ করানোর আদেশ দিলো আদালত। সেইসাথে ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।

শীর্ষ আদালতের এই নির্দেশে খুশি তৃণমূল। ঘাসফুল শিবির যদিও এটাকে গণতন্ত্রের জয় বলেই আখ্যা দিয়েছে। পাশাপাশি তৃণমূল নেতা রাজীব বন্দোপাধ্যায় বলেন, “ত্রিপুরার সরকারের দেউলিয়াপনা প্রকাশ্যে এসে গিয়েছে। ওখানে গণতন্ত্র বিপন্ন।”

সম্পর্কিত পোস্ট