সিবিআই কোথায়? তদন্তে নেমে কী ঘুমিয়ে পড়লেন গোয়েন্দারা!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত কয়েক মাসে বাংলায় যে সংখ্যক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত তা বেশ বিরল। দুর্নীতি থেকে হিংসা, বিরোধী নেতা খুন, চাকরিতে অনিয়ম, নাবালিকার শ্লীলতাহানি-খুন সব কিছুতেই সিবিআইয়ের ওপর ভরসা রেখে কলকাতা হাইকোর্ট। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও বগটুইয়ে ঠিক কী হয়েছিল বা কারা প্রধান অপরাধী তা জানতে পারল না বাংলার মানুষ।
হাঁসখালির ওই নাবালিকাকে জীবিত অবস্থায় দাহ করা হয়েছিল, সে কী আদৌ গণধর্ষণের শিকার নাকি এটা এক বৃহত্তর ষড়যন্ত্র সেটাও এখনও জানতে পারেনি রাজ্যের মানুষ। গরু পাচার, কয়লা পাচার, ভোট-পরবর্তী হিংসা মামলা নিয়েও কিছু জানা যায়নি।
সিবিআই করছেটা কী? কেউ কেউ এসএসসি কেলেঙ্কারি কথা বলবেন। এক্ষেত্রে মাথায় রাখতে হবে এসএসসি দুর্নীতিতে জড়িয়ে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি যাওয়ার বিষয়টিতে সিবিআইয়ের বিন্দুমাত্র কৃতিত্ব নেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান কমিশন তৈরি হয়েছিল। তাদের রিপোর্টের ভিত্তিতেই এক্ষেত্রে এখনও পর্যন্ত কিছু কার্যকরী ব্যবস্থা নিতে পেরেছে আদালত।
রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোটিং হতে পারে, আশঙ্কা বঙ্গ বিজেপিতে
অতীতেও দেখা গিয়েছে নন্দীগ্রাম কাণ্ড, রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু, সিঙ্গুরে তাপসি মালিকের অস্বাভাবিক মৃত্যু, রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির ঘটনায় সিবিআই তদন্ত দশক পেরিয়ে গেলেও কোনও কিনারা হয়নি। তবু রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে আদালত সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তাতে খুশিই হয়েছিল বাংলার মানুষ। কারণ সকলেই চেয়েছিলে বিভিন্ন ঘটনার অপরাধীরা ধরা পড়ুক, তাদের উপযুক্ত শাস্তি হোক।
কিন্তু বরাবরের মতো সিবিআই প্রথমে দু-চারজনকে ধরপাকড় কিছু নামজাদা রাজনীতিবিদকে নিজেদের দফতরে তলব করে জিজ্ঞাসাবাদ করে, উত্তেজনার পারদ চড়িয়ে দেয়। কিন্তু কাজের কাজ কিছু হয় না। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে তারা ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশীট পর্যন্ত জমা করতে পারেনা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এবারেও কী সেই এক ঘটনা ঘটতে চলেছে। তদন্তের নামে প্রহসন হবে, কিন্তু ফলাফল বেরিয়ে আসবে না?
এই নিয়ে ইতিমধ্যে সিবিআই ও কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনায় সরব হয়েছে সিপিএম ও তৃণমূল। যদিও বিজেপির বক্তব্য তদন্ত ঠিক পথেই এগোচ্ছে, সময় লাগলেও অপরাধীরা ঠিক ধরা পড়বে।