করোনা পরিস্থিতিতে খুলল স্কুল, স্বাস্থ্য বিধি মেনেই চলল দশম শ্রেণীর পঠনপাঠন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাজলো স্কুলের ঘন্টা। সঙ্গে সঙ্গে পিঠে বইয়ের ব্যগ নিয়ে ছুটে এল ছাত্রছাত্রীরা। স্যারেরা ক্লাসও নিলেন। করোনা পরিস্থিতে এই কথাগুলো শুনতে অবাক লাগলেও অসাধ্য সাধন করেছে জেলার দাসপুর ১ ব্লকের হাট সরবেড়িয়া বি সি রায় উচ্চ বিদ্যালয়।
অভিভাবকদের ভুরি ভুরি আবেদন জমা পড়েছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের কাছে।সেইসব আবেদনের ভিত্তিতে বিদ্যালয়ের পরিচালন সমিতির সঙ্গে মিটিং বসেন তারা। আর সেই মিটিং থেকেই সিদ্ধান্ত হয় কোভিড১৯ সংক্রমণের সমস্ত নির্দেশিকাকে মান্যতা দিয়েই চালু হবে পঠন পাঠন।
১২ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এল এবং স্যারেদের পাঠদানে অংশ নিল। পুরানো ছন্দে আবার বাংলা অংক ইংরেজি… সব পড়ালেন স্যারেরা। দিলেন বাড়ির কাজও।
করোনা পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ কড়াকড়ি ব্যবস্থা রেখেছে। প্রবেশ পথেই থার্মাল স্ক্রিন। স্যানিটাইজেশনের ব্যবস্থা। সঙ্গে মাস্ক এবং শ্রেনী কক্ষে সামাজিক দূরত্ব মেনে পঠনপাঠন।এতে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরাও।
২৪ ঘন্টায় দেশ জুড়ে ৬৬ হাজার ছাড়াল কোভিড আক্রান্তের সংখ্যা
তাঁরা জানাচ্ছেন করোনার জেরে স্কুল বন্ধ।অনলাইন ক্লাসে পড়াশুনো সবার পক্ষে সম্ভব নয়। তাই দীর্ঘদিন বন্ধ পড়াশোনা। কিন্তু থমকে নেই সময়। তাই অভিভাবকরা খুশি তাঁদের কথায় মান্যতা দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস চালু করেছে।
করোনা সংক্রমণ রুখতে শিক্ষা দপ্তরের নির্দেশেই রাজ্যের সমস্ত বিদ্যালয়ে বন্ধ পঠনপাঠন। তারই মাঝে দাসপুরের এই বিদ্যালয়ে শুরু পঠনপাঠন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবনবাবুর সাফ কথা, আমরা অভিভাবকদের আবেদনের ভিত্তিতে কোভিড ১৯ সংক্রমণ রোধের সমস্ত ব্যবস্থা করেই পরীক্ষামূলকভাবে পঠনপাঠন চালু করেছি।
আজ থেকে শুধুমাত্র দশম শ্রেনীর পঠন পাঠন চালু হল। সাফল্য পেলে আংশিকভাবে ছোটো ছোটো গ্রুপে অন্যন্য ক্লাসও চালু হবে। তবে শিক্ষা দপ্তর নির্দেশ দিলে আমরা ক্লাস স্কুল চত্ত্বরে বন্ধ রাখবো। তবে আমাদের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের বাইরে কোনো খোলা নিরাপদ জায়গায় ছাত্রছাত্রীদের পঠনপাঠন জারি রাখবেন।