ভোটের আগে অনুব্রত মণ্ডলকে নোটিশ আয়করের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বীরভূমে ভোটের আগে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নোটিশ আয়কর বিভাগের। একইসঙ্গে তাঁর চার আত্মীয়কে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গত মাসেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটি অভিযোগ আয়কর দফতরে জমা পড়ে। যেখানে বলা হয়েছে অনুব্রত মণ্ডল নিজের এবং নিজের আত্মীয়দের নামে বেনামী সম্পত্তি রয়েছে পুরুলিয়া, আসানসোল এবং বীরভূম এলাকায়। সেই অভিযোগের ভিত্তিতেই আয়কর দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক এবং সম্পত্তির তথ্য চেয়েছে আয়কর বিভাগ। কোথায় কোথায় সম্পত্তি রয়েছে তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই তথ্য দিতে হবে। এমনটাই নির্দেশ আয়কর বিভাগের।