বিধায়কদের উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থ বাড়ানো হোক, বিধানসভায় দাবী তৃণমূল বিধায়কের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭ তারিখ রাজ্যপালের বাজেট অভিভাষণ দিয়ে শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। ১০ তারিখ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য রাজ্য তহবিল থেকে বিধায়কদের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তা নিয়ে নতুন কোনও চিন্তাভাবনা অর্থমন্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি।
শনিবার এই নিয়ে বিধানসভায় সরব হন জগদ্দলের তৃণমূল বিধায়ক পরশ দত্ত। শনিবার বাজেট নিয়ে আলোচনায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য বিধায়করা ৬০ লক্ষ টাকা পান। তা বাড়িয়ে ১ কোটি টাকার জন্য আবেদন করেন তিনি। বিধানসভায় এই প্রস্তাব রাখার পরেই তৃণমূল বিধায়কের এই দাবিকে সমর্থন জানান বিরোধী পক্ষের বিধায়করা। যদিও এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন না অর্থমন্ত্রী অমিত মিত্র।
আরও পড়ুনঃ বিদায় নেবে শীত, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
সম্প্রতি রাজ্যের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর বাজেট পেশের পর রাজ্য সরকারের বিরোধিতায় সরব হন বাম এবং কংগ্রেস। এই বাজেট সাধারণ মানুষের কোনও সুবিধার্থে হয়নি বলে দাবী করেন বিরোধী পক্ষ। এমনকি রাজ্যের কর্মসংস্থানের অভাব নিয়ে সরব হতে দেখা যায় বিরোধী পক্ষকে। যদিও এদিন তৃণমূল বিধায়কের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলের বিধায়করা।
আরও পড়ুনঃ ভালোবাসার দিনে শহর কলকাতায় শহীদ স্মরণ
উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকারের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। শনিবার বিধানসভায় এমনটাই দাবী করেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। মাটিগাড়া-নক্সালবাড়ির বিধায়ক দাবী করেন, “উত্তরবঙ্গের জন্য একটু ভাবুন। শিলিগুড়ির উপরে চাপ বাড়ছে সেখানে সল্টলেকের মতো বিকল্প শহরের দরকার।” এদিন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে আবেদন জানিয়ে কংগ্রেস বিধায়ক বলেন, “শিলিগুড়িতে যান সেখানে ঘুরুন তাহলে বুঝতে পারবেন কি সমস্যায় রয়েছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ।বিকল্প শহরে ভাবনা নেওয়া দরকার।শিলিগুড়িতে মানুষের চাপ ক্রমশ বাড়ছে।”