বাড়ল কনটেন্টমেন্ট জোন, তালিকায় বেশীরভাগ ফ্ল্যাট ও আবাসন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতায় কনটেন্টমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। ২৭ নভেম্বর ৩ টি কনটেন্টমেন্ট জোন ছিল। কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে সেই সংখ্যাটা বাড়লেও তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিয়মিত ওই ৫ টি এলাকা স্যানিটাইজ করা হচ্ছে । সেই সঙ্গে এলাকাগুলিতে লাগু হয়েছে বেশ কিছু নিয়ম।
কনটেন্টমেন্ট জোনের তালিকায় রয়েছে, নতুন বালিগঞ্জ, ভবানীপুর এবং একবালপুর এলাকার কয়েকটি আবাসন। যে গুলি হল মধ্য কলকাতা পুরসভার ৮ নম্বর, ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ সার্কুলার রোডের কয়েকটি আবাসন, রেড ল্যান্ড রোডের একটি বাড়ি, ডায়মন্ড হারবার রোডের ডায়মন্ড টাওয়ার আবাসন।
কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের ৩৮বি এলগিন রোডের কয়েকটি ফ্ল্যাট, ৭৯ নম্বর ওয়ার্ডের ডায়মন্ড টাওয়ারের এক অংশের কয়েকটি ফ্ল্যাট কনটেনমেন্ট জোনে রয়েছে। পুরসভা সূত্রে খবর, নতুন যুক্ত হওয়া কনটেন্টমেন্ট জোনগুলির মধ্যে বেশিরভাগই আবাসন এবং ফ্ল্যাট।
এরই মাঝে বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিসেস বা নাইসেডে শুরু হল কোভিড-টিকা কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর ।
ইতিমধ্যেই হায়দরাবাদ থেকে কলকাতায় এসে পৌঁছেছে ভারত বায়োটেকের তৈরি সম্ভাব্য কোভিড-টিকা ‘কোভ্যাকসিন’। নাইসেডে এই ভ্যাকসিনের তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হচ্ছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে ট্রায়াল শুরু হলেও মঙ্গলবারই নাইসেড-এ একজনকে টিকা দেওয়া হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/no-more-discussions-about-shuvendu-in-the-party-a-clear-message-from-the-tmc/
প্রথম টিকা পেয়েছেন বিপ্লব যশ নামে এক ব্যক্তি। বুধবার বিকেলে টিকা নেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপর সাংবাদিক বৈঠকে অংশ নেন তিনি।
নাইসেডের অধিকর্ত্রী শান্তা দত্ত ইতিমধ্যেই জানিয়েছেন, নাইসেডে এক হাজার জনের উপর এই ট্রায়াল চলবে। একটি দলকে দেওয়া হবে ভ্যাকসিনের ডোজ, অন্য দলটিকে টিকার পরিবর্তে দেওয়া হবে অন্য কিছু।
দু’টি দলের উপরেই পর্যবেক্ষণ চলবে। সেখান থেকেই খতিয়ে দেখা হবে ফলাফলগুলি। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তৃতীয় পর্যায়ের এই ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নামের তালিকা।
প্রত্যেকের বয়সই ১৮ বছরের বেশি। তাদের বাড়ি নাইসেড থেকে ১০ কিমির মধ্যে। প্রত্যেককে ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়ার পাশাপাশি তাঁদের উপর পর্যবেক্ষণ চালাবেন চিকিৎসকেরা।