রাজ্যের হেলথ স্কিমের সুবিধা বৃদ্ধি, সুখবর সরকারী কর্মী ও পেনশনভোগীদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকারের কর্মী এবং পেনশনভোগীদের জন্য সুখবর
তাঁদের স্বাস্থ্যবিমা প্রকল্প ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা আরো কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

অর্থ দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এই প্রকল্পে সরকারি কর্মী এবং পেনশন গ্রাহকদের উপরে নির্ভরশীল পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা কিছুটা বাড়ানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী কর্মীর উপর নির্ভরশীল বাবা-মায়ের আয়ের ঊর্ধ্বসীমা মাসিক সাড়ে তিন হাজার টাকা বাড়িয়ে সাড়ে আট হাজার টাকা করা হয়েছে।

মমতার দ্রৌপদী মন্তব্যে বানচাল বিজেপির ছক

পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এবং সদস্য, অবিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্নদের আয় তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। পৃথক একটি নির্দেশিকায় এই প্রকল্পের সঙ্গে আধার কার্ড যোগ করার সময়সীমা ৩০ শে জুন থেকে বাড়িয়ে আগামী বছরের ৩১ শে মার্চ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট