মুক্ত আমেরিকা , কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ বিবেকানন্দের প্রয়াণ -অদ্ভুত তারিখ ৪ জুলাই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দশকের পর দশক কেটেছে। শতাব্দী পাল্টেছে। ৪ জুলাই তারিখ যেন বারবার ঘটনাবহুল দিন। বিশ্ব উথাল পাথাল করা ঘটনাগুলো কি এই দিনেই ঘটে? কাকতালীয় বা ঘটনাচক্র সেরকমই যেন।
৪ জুলাই কী কী ঘটেছিল ?
ঘটনা ১.
১৭৭৬ সালে আমেরিকা স্বাধীনতা লাভ করল। দীর্ঘ গৃহযুদ্ধের পর বিশ্বে আত্মপ্রকাশ করল এমন দেশ যার পরবর্তী দু’শো বছরের খতিয়ান রীতিমতো চমকদার। বিশ্ব চলছে আমেরিকার নির্দেশে। এর একমাত্র প্রতিপক্ষ সোভিয়েত রাশিয়ার পতনের পর চিন উঠে এসেছে।
আশ্চর্যজনক ! যে ধনতান্ত্রিক অর্থনীতির ভর কেন্দ্র আমেরিকা সেই অর্থনৈতিক তত্বের প্রতিপক্ষ যুক্তির জন্মদিন এই ৪ জুলাই।
ঘটনা ২
আমেরিকার স্বাধীনতা অর্জনের ৭২ বছর পূর্তির দিনেই ১৮৪৮ সালে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস প্রকাশ করলেন কমিউনিস্ট পার্টির ইশতেহার। সেই শুরু ধনতন্ত্র আর সমাজতন্ত্রের পারস্পরিক যুদ্ধ।
আশ্চর্যের আরও বাকি আছে!!
ঘটনা ৩ ও ৪
ছুটল লন্ডনের লোকাল বাস, দার্জিলিংয়ের দিকে দৌড়ল টয়ট্রেন। এই দুটি ঘটনার মাঝে ৫২ বছরের ব্যবধান।
১৮২৯ সালের ৪ জুলাই লন্ডনবাসী মজা করে বাসে চাপলেন। ভেঁপু বাজিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে। তার পাশে রাস্তায় ছুটছে বাস। সবে তো শুরু, লন্ডন ছাড়িয়ে শিলিগুড়িতেও বাজল হুইসেল। ১৮৮১ সালে কু ঝিক ঝিক টয়ট্রেন হিমালয়ের গা বরাবর ঘুচঘুচ করে এগিয়ে গেল। এও কি সম্ভব! দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
আরও বাকি আছে। সবুর করুন।
ঘটনা ৫
১৯০২ সালে ৪ জুলাই প্রয়াত হলেন । স্বামী বিবেকানন্দ। ভারত স্তম্ভিত। এত কম বয়সে মৃত্যু!
ঘটনা ৬
১৯০৪ সালের ৪ জুলাই বিশ্ব অর্থনীতির জাহাজ পথ সুয়েজ খাল কাটা শুরু হতেই বিশ্ব জুড়ে শোরগোল। এই খাল ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যত বার মোড় নিয়েছে তা আর অন্য কোনও খাল তো দূরের কথা, সাগর, মহাসাগরের কপালে জোটেনি।
ঘটনা ৭
বিশ্ব চমকে গেল। হিটলার ,মুসোলিনি, স্ট্যালিন, সবাই চমকে গেলেন। লোকটা বলছে কী! বার্মা (মায়ানমার) থেকে হুঙ্কার নেতাজি সুভাষচন্দ্র বসুর। ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’। গুরু বিবেকানন্দের প্রয়াণ দিবসে আজাদ হিন্দ বাহিনির তরফে সুভাষচন্দ্রের আহ্বান ছড়িয়ে গেল ১৯৪৪ সালের জুলাইয়ের ৪ তারিখ।
কী দিনটা কেমন ? অদ্ভুত না!