IND vs PAK: বড় ম্যাচে ‘বিগ ফ্যাক্টর’ হচ্ছেন পেসাররা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার দুবাইয়ের (Dubai) আগেই বেড়েছে ভারত-পাকিস্তানের(India – Pakistan) ক্রিকেট উত্তাপ। মরু প্রদেশ থেকে ভেসে আসা উত্তাপে গা ঘামাচ্ছে দুই পড়শি দেশ। কিন্তু গা ঘামিয়ে নেট প্র্যাক্টিসে মন দিয়েছেন পেসাররা। কারণ, রবিবারের ম্যাচে তাঁরাই বিগ ফ্যাক্টর।
রবিবারের টাফ ফাইটের আগে বেশী আলোচনা হচ্ছে দুই দেশের দুই তাবড় পেসারকে নিয়ে। একদিকে অভিজ্ঞ ধুরন্ধর ভারতীয় পেসার যশপ্রিত বুমরাহ (Jashprit Bumrah)। অন্যদিকে তরুণ তরতাজা পেসার শাহিন আফ্রিদিকে (Shahin Afridi) নিয়ে। কারণ, সারা বিশ্বে পেস বোলিংয়ে নজর কেড়েছেন দুই তারকা।
এই মুহুর্তে ভারতীয় পেস বোলিংয়ে অন্যতম ভরসা যশপ্রিত বুমরাহ। রবিবারের দুবাইয়ের বাইশ গজে তিনিই ভারতের এক্স ফ্যাক্টর। পিছিয়ে নেই ৩০ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩২ টি উইকেট পাওয়া শাহিন আফ্রিদি৷ এই মুহুর্তে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷
এসবের মাঝে তুলনামূলক কমবয়সী শাহিনের সঙ্গে অভিজ্ঞ বুমরাহের তুলনা করতে চাইছেন না অধিকাংশ ক্রিকেট প্রেমীরা। তবুও ৬ ফুট ৬ ইঞ্চির আফ্রিদির ইয়র্কারের জন্য প্রস্তুত থাকতে হবে কোহলি-রোহিত-রাহুলদের।
এর আগে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২ টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছেন যশপ্রিত বুমরাহ। ৭ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন তিনি। সেই জায়গা থেকে এগিয়ে রয়েছে মহম্মদ শামি (Mohammad Shami)। সদ্য সমাপ্ত আইপিএলে শামির পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট মহলের। তাই মরু শহরে বিগ ফ্যাক্টর হতে পারেন তিনিও।