করোনা কাঁটা, দর্শকহীন রেড রোডে উদযাপিত হবে স্বাধীনতা দিবস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার জের এবার পড়ল স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানেও।  ১৫ আগস্ট দর্শকহীন রেড রোডে সংক্ষিপ্ত অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন, জাতীয় পতাকা উত্তোলন করবেন। থাকবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়–সহ প্রশাসনিক আধিকারিকেরা।

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমন্ত্রিতদের তালিকা ছোট রাখা হচ্ছে। মূলত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

পুলিশ সংক্ষিপ্ত কুচকাওয়াজ করবে। সব মিলিয়ে মিনিট ১৫–র অনুষ্ঠান হবে বলে ঠিক হয়েছে।

স্কুল, কলেজ পড়ুয়ারা সেখানে প্রতিবারই অংশ নিত। তবে এবার তা বন্ধ রাখা হয়েছে। তৃণমূল সরকারের শাসন ক্ষমতার দায়িত্বে আসার পর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা শুরু করেছে। আগে তা হত মহাকরণের সামনে।

উত্তর দিনাজপুরঃ আগামী বিধানসভায় জেলার নয়া সমীকরণ বাম-কং জোট

মুখ্যমন্ত্রী মনে করেন, যত বেশি মানুষকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল করা যাবে, তত ভাল। তাই রেড রোডে অনুষ্ঠানের আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ট্যাবলো বেরোয়। তার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়। যাতে আরও বেশি মানুষ এর ব্যাপারে জানতে পারেন। তুলে ধরা হয় বাংলার লোকসংস্কৃতি।

বার্তা দেওয়া হয় বৈচিত্রের মধ্যে ঐক্যের। সমাজের সর্ব স্তরের মানুষ সেখানে যোগদান করেন। চিত্রতারকা থেকে শুরু করে ত্রীড়াবিদ,পড়ুয়া থেকে লোকশিল্পীরা অংশ নেন।

সম্পর্কিত পোস্ট