India Alliance : আরও স্পষ্ট বিরোধী ঐক্যের ফাটল ! ইন্ডিয়া জোটের বৈঠকে নেই তৃণমূল ! কিসের ইঙ্গিত দিলেন মমতা ?
বিরোধী ঐক্যের ফাটল
India Alliance সদ্য শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তেলেঙ্গানা ছাড়া বাকি চার রাজ্যে শোচনীয় ফল করেছে কংগ্রেস। যার পিছনে কংগ্রেসের একগুয়ে মনোভাবকে দায়ী করেছে জোট শরিক তৃণমূল। তবে এবার এনডিএ সরকারকে কেন্দ্র থেকে হটাতে যে ইন্ডিয়া জোটের কাঠামো তৈরি হয়েছিল সেখানেই স্পষ্ট হল ফাটল। প্রথমত , বিরোধী জোটের বৈঠক নিয়ে ছিল না কোনরকম তথ্য , দ্বিতীয়ত , রাহুল গান্ধীর ফোনেও গলল না বরফ। কংগ্রেসের ডাকে সাড়া দিলেন না খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ইন্ডিয়া জোটের বৈঠকে নেই তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি।
সূত্রের খবর , বুধবার রাতে কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকা ইন্ডিয়া জোটের নৈশভোজ বৈঠকে যায়নি তৃণমূল কংগ্রেস। দলের তরফে স্পষ্টভাবে লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায় জানান যে , সংসদের অধিবেশন চলাকালীন প্রতিদিনই বিরোধী দলনেতার ঘরে কৌশল বৈঠক হচ্ছে। ফলে নৈশভোজে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিতে চাননি তিনি। তৃণমূলের মতো গুরুত্বপূর্ণ জোট শরিক বিরোধী ঐক্যের বৈঠকে যোগ না দেওয়ায় কার্যত সিদুরে মেঘ দেখছে বিরোধীরা।
তবে বৈঠকে যোগ না দিলেও তেলেঙ্গানার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেভান্ত রেডির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে তৃণমূল। সূত্রের খবর , মমতা বন্দ্যোপাধ্যায় না গেলেও আমন্ত্রণ রক্ষার্থে ডেরেক ও ব্রায়েনকে প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।
আরও খবর- Bollywood : ঐশ্বর্য ও আরাধ্যার দিকে ঘুরেও তাকালেন না অভিষেক , আনফলো করলেন অমিতাভ
India Alliance : আরও স্পষ্ট বিরোধী ঐক্যের ফাটল ! ইন্ডিয়া জোটের বৈঠকে নেই তৃণমূল ! কিসের ইঙ্গিত দিলেন মমতা ?
সূত্রের খবর , রেভান্ত রেড্ডিকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেওয়া – তেলেঙ্গানায় কার্যত ঘরোয়া কোন্দলে জর্জরিত ছিল কংগ্রেস। রেড্ডির বিরুদ্ধে দুর্নীতি গুলোকে হাতিয়ার করে আসরে নামে বিরোধীরা। ৫৪ বছরের প্রবীণ এই কংগ্রেস নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যের শীর্ষ নেতৃত্বের পদ নেওয়ার অভিযোগ উঠেছিল আগেই। তবে কোন্দল সামলাতে আসরে নামে কংগ্রেস হাইকমান্ড।
দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠকেই রেভান্থ রেড্ডিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ওই বৈঠকে রাহুল গান্ধি ছাড়াও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালরা উপস্থিত ছিলেন৷ তবে সরকারি ভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে হায়দ্রাবাদে কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে রেভান্থ রেড্ডিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়।