লাদাখ সেনা সরানোর বিষয়ে সহমত ভারত-চিন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত কয়েকমাস ধরে চলতে থাকার পুর্ব লাদাখের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। গত শুক্রবার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকের পর পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে বলা হয়েছে শুক্রবারের বৈঠকে ডিসেনগেজমেন্ট, ডিএসক্যালেশন সহ তিনটি পদক্ষেপ নিয়ে ভারত এবং চিনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের চুসুল লাগোয়া মলডোতে অষ্টমবার সেনা পর্যায়ের বৈঠক হয়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ১৪ নম্বর কোরের নতুন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেনন। এর আগে ভারতের হয়ে প্রতিনিধত্ব করেন হরবিন্দর সিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় বিদেশমন্ত্রকে যুগ্মসচিব নবীন শ্রীবাস্তব।
গত মে মাস ধরে চলা পুর্ব লাদাখে প্যাংগং হ্রদ এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার আগের অবস্থান যেতে রাজি হয়েছে দু’পক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। প্রথম ধাপে দুই বাহিনীর সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে প্যাংগং হ্রদের উত্তরে মুখোমুখি অবস্থানে থাকা দু’পক্ষের সেনাবাহিনীর ডিএসক্যালেশন পর্ব শুরু হবে। ধন সিংহ লাগোয়া এলাকায় অবস্থান করবে ভারতীয় সেনা। অন্যদিকে ফিঙ্গার-৮ এরিয়া থেকে সরে যাবে চিনা ফৌজ। আগের মতো ফিঙ্গার-৫ থেকে ফিঙ্গার-৮ অবধি টহল দিতে পারবে ভারতীয় সেনা। প্রতিদিন ৩০ শতাংশ করে দু’পক্ষের সেনা কমানো হবে বলে জানানো হয়েছে। তৃতীয় পর্যায়ে প্যাংগং হ্রদের দক্ষিণ দিকের বিভিন্ন এলাকা থেকে সেনা পিছিয়ে নেবে দুই পক্ষ।
বৈঠকে ডিসএনগেজমেন্ট এবং ডিএসক্যালেশন প্রক্রিয়ায় বিমান ব্যবহারের বিষয়ে দুই পক্ষের পক্ষ থেকে সম্মতি মিলেছে। যদিও পুর্বে গালওয়ানের কথা মাথায় রেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে না নয়া দিল্লি।