ফের চালু হল ভারত বাংলাদেশ বিমান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার আবহে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর বুধবার থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু হল। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১২ মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ ছিল।

এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা। অবশেষে ফের দু’ দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হল এদিন থেকে। এ দিন সকাল ১০:২৫ নাগাদ বাংলাদেশ থেকে একটি বিমান কলকাতা বিমান বন্দরে নামে।

আপাতত দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। এই বিশেষ ব্যবস্থায় পর্যটক ছাড়া ৯টি ক্যাটাগরিতে যাত্রীরা বিমান যাত্রার সুযোগ পাবেন। করোনা আবহে প্রাথমিকভাবে তিন মাসের জন্য ভারতে আসার জন্য সকলকে ‘এয়ার বাবল’ নামে চুক্তি মানতে হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/new-rules-about-indene-gas-booking-start-next-wk/

এই চুক্তি অনুসারে কোভিড নেগেটিভ যাত্রীরাই কেবল প্লেনে উঠতে পারবে। একইসঙ্গে এখানে নামা যাত্রীদের প্রত্যেকেরই লরোনা পরীক্ষা করা হবে।

সম্পর্কিত পোস্ট