আসুন করোনার বিরুদ্ধে লড়াই চলুক – সব সামাজিক সংগঠন এক হোক

দ্য কোয়ারি ওয়েবডেস্ক:  করোনার করাল গ্রাসে এক হোক সমস্ত সামাজিক সংগঠন। নেই কোনো প্রতিযোগিতার লড়াই , লড়াই শুধু করোনার বিরুদ্ধে।

সারা দেশ জুড়ে লক ডাউন ঘোষণা হওয়ার পর থেকে গত ২৪শে মার্চ থেকে লাগাতার লেক গার্ডেন্স স্টেশন ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ন অঞ্চলে দরিদ্র-শ্রমজীবী মানুষজনদের এই লক ডাউন পর্যায়ে দুবেলা খাবার দিচ্ছে সামাজিক সংগঠন প্রচেষ্টা।

এই খাদ্যসামগ্রী তোলা হচ্ছে বিভিন্ন এলাকার জনসাধারণের কাছ থেকে।সাধারণ মানুষও এই কাজে প্রচেষ্টার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই সংগঠনের সভাপতি উৎপল দাস জানান আসুন সবাই সব স্তরের সব মানুষ এক হয়ে এই লড়াই করি। যত দিন পর্যন্ত সম্ভব এইভাবেই করোনা আবহে ” ” ওঁদের ” পাশে দাঁড়াতে চায় এই সমাজসেবী সংগঠন। সং

সভাপতি উৎপলবাবু ধন্যবাদ জানিয়েছেন গায়ক অসীম গিরি, রাজা রাম,অশীষ দাস সহ বহুবিশিষ্ট মানুষদের যাঁরা প্রতিদিন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রচেষ্টার দিকে।

সম্পর্কিত পোস্ট