করোনায় নতুন রেকর্ড, আক্রান্তের নিরিখে চতুর্থ স্থান ভারতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড আক্রান্তের পরিসংখ্যানে প্রত্যেক দিন নতুন রেকর্ড ভারতের। আক্রান্ত সংখ্যার নিরিখে ব্রিটেনকে পিছনে ফেলে চার নম্বরে উঠে এল ভারত। আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লক্ষ।
২৮ মে থেকে ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। একে একে ইতালি, স্পেন, জার্মানিকে পিছনে ফেলে চতুর্থ স্থানে রয়েছে ভারত।
বিশ্বের সর্বাধিক কোভিড আক্রান্তের দেশ হিসাবে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং ব্রাজিল।
ভারতের মধ্যে কোভিড-১৯ এর গ্রাসে সর্বাধিক আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের মানুষ।
এবার করোনা আক্রান্ত ন্যাশানাল মেডিকেল কলেজের চিকিৎসক
আক্রান্ত সংখ্যার নিরিখে কোভিড-১৯ এর উৎপত্তিস্থল উহান প্রদেশকে টপকে গিয়েছে চেন্নাই।
এই মুহুর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২, ৯৮, ২৮৩। মৃতের সংখ্যা ৮৫০১ জন। তবে ক্রমাগত সুস্থের সংখ্যায় আপাতত স্বস্তি। মোট সুস্থ হয়েছেন ১,৪৬,৯৭২ জন।
একটিভ কেসের সংখ্যা ১,৪২,৮১০