নেপাল, মায়ানমার, বাংলাদেশে ১০ লক্ষ কোভিশিল্ডের ডোজ পাঠাচ্ছে ভারত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা দ্বিতীয় ঢেউ বেসামাল হয়ে উঠতেই ভারত থেকে টিকা রপ্তানি থমকে গিয়েছিল। এবার প্রতিবেশী রাষ্ট্রগুলিতে টিকা রফতানিতে সবুজ সঙ্কেত কেন্দ্রের। নেপাল, মায়ানমার, বাংলাদেশকে ১০ লক্ষ করে কোভিশিল্ডের ডোজ পাঠানোর অনুমতি পেল পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। একইসঙ্গে ভারত বায়োটেক ভ্যাকসিন মৈত্রী প্রকল্পের অধীনে ইরানেও ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ পাঠাবে বলে জানা গিয়েছে।
সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে প্রায় ৩কোটি ভ্যাকসিন সরবরাহ করার অর্ডার পেয়েছে সংস্থা। একইসঙ্গে জানানো হয়েছে টিকা রপ্তানি করার অনুমতি চেয়ে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া কাছে আবেদন জানানো হয়েছিল সংস্থার তরফে।স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন চলতি বছরের শেষ থেকেই অতিরিক্ত কোভিদ টিকা রফতানি শুরু করা যাবে।
প্রসঙ্গত ভারত বায়োটেক বর্তমানে তিন কোটি ভ্যাকসিন উৎপাদন করছে প্রত্যেক মাসে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এরপর প্রতি মাসে ৫ কোটি টিকা উৎপাদন করবে তারা। সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে মাসিক ২০ কোটির বেশি টিকা উৎপাদন করছে তারা। আগামীদের ২২ কোটি উৎপাদন করা হবে।