লকডাউনের মাঝেই ঘরে ফেরার পালা, আটক ৫৩ জন বিহারী সহ ট্রাক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের কাশিয়া বাড়িতে রুটিং নাকা চেকিং করার সময় সকাল ৯.৩০ টা নাগাদ আসাম থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের ভিতর থেকে লরি চালক সহ মোট ৫৩  জন বিহারের বাসিন্দাকে আটক করে  বক্সীরহাট থানার পুলিশ।

সেই লরিটিকে আসাম বাংলা গেটে ফের ঘুরিয়ে নিয়ে আসা হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন তুফানগঞ্জ এসডিপিও সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা।

পরে বক্সিরহাট পুলিশের পক্ষ থেকে তাদের জল এবং বিস্কুট সহ শুকনো খাবার দেওয়া হয়। সেই লরি চালককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলাঃ এটাই রাজনীতি করার প্রকৃত সময়

এই ৫৩  জনকে এখন কোথায় পুশব্যাক করা হবে তা নিয়ে মাথার ঘাম ছুটছে আসাম এবং বেঙ্গল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের । লরির ভিতরে থাকা ব্যক্তিরা  জানায় তারা আসামের একটা টপ সিমেন্ট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন। তারা লরি চালককে ২৫ হাজার টাকা দিয়েছেন আসাম থেকে বিহার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য।

তারা আসাম ও বেঙ্গল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অনুরোধ করেন যাতে দ্রুত যে কোনো একটা ব্যবস্থা করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট