সারা দেশে টিকাকরণে ১০০ কোটি পার, ঐতিহাসিক জানালেন নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সারা দেশে টিকাকরণে (Vaccination) ১০০ কোটি পার করল ভারত(India)। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে একশো কোটির লক্ষ্যমাত্র পার করল ভারত। সরকারের লক্ষ্য, আগামী দিনে যাতে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক দুটি করে ভ্যাকসিনের ডোজ পান।

টিকাকরণে ১০০ কোটির (Vaccine Century) মাইলস্টোন পার করার পরেই ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এর পিছনে বিজ্ঞান, ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা এবং ১৩০ কোটির ভারতীয়র মিলিত প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে চিকিৎসক, নার্সদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এই ঐতিহাসিক মুহুর্তের পর বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়র (Mansukh Mandabiya) সঙ্গে রাম মনোহর লোহিয়া হাসপাতালে (Ram Manohar Lohia) যান প্রধানমন্ত্রী। টিকাকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়।

গত ১৬ জানুয়ারি থেকে সারা দেশজুড়ে টিকাকরণ শুরু হয়। এর মধ্যে আছড়ে পড়ে দ্বিতীয় ঢেউ। ৪৫ বছরের উর্ধ্বে টিকা শুরু হয় ১ মার্চ থেকে। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু হয় ১ মে থেকে।

কুমিল্লার ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ হাতে পেল গোয়েন্দা বিভাগ

টিকাকরণে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে এখনও অবধি টিকা পেয়েছেন ১২,২১,৪৮,৮৫৯। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। রাজ্যে এখনও অবধি টিকাকরণ হয়েছে ৬,৮৫,১৫,৬১৭। এরপর রয়েছে গুজরাত এবং মধ্যপ্রদেশ।

৬ অগাস্ট অবধি দেশে ৫০ কোটি টিকাকরণ হয়েছে। বাকি ৫০ কোটি হতে সময় লেগেছে ৭৬ দিন। বৃহস্পতিবার আড়াই কোটি ভ্যাকসিনের টার্গেট রয়েছে সরকারের।

সম্পর্কিত পোস্ট