IND vs PAK: মরুশহরে বিগ ফাইট, কী বলছে পরিসংখ্যান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রায় বছর দুয়েক পর মরুশহরে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান( India – Pakistan)। তাই এখন থেকেই ক্রিকেট জ্বরে বুঁদ হচ্ছে গোটা বিশ্ব। কী বলছে পরিসংখ্যান?

পরিসংখ্যান বলছে এখনও অবধি ওডিআই বা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে (T20 World Cup) একবারও ভারতকে পরাজিত করতে পারেনি পাকিস্তান৷ ৫ বারেই জয়ের মুকুট গিয়েছে ভারতের মাথায়৷ কিন্তু আরব আমিরশাহিতে লড়াই যে একেবারে সেয়ানে সেয়ানে হবে তা আন্দাজ করতে পারছে ক্রিকেট মহল।

২০০৭ সালে ১৪ সেপ্টেম্বরঃ ডারবানে ম্যাচ ড্র হওয়ার পর বোল্ড আউটের মাধ্যমে ম্যাচ জেতে ভারত।

২০০৭ সালে ২৪ সেপ্টেম্বরঃ জোহানেসবার্গে পাকিস্তানকে ৫ রানে হারায় ভারত।

২০১২ সালের ৩০ সেপ্টেম্বরঃ কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করে ভারত।

২০১৪ সালের ২১ মার্চঃ ঢাকায় পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত।

২০১৬ সালের ১৯ মার্চঃ কলকাতায় ৬ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে ভারত৷

আইসিসির(ICC) লড়াইয়ে ভারতকে মাত্র তিনবার পরাজিত করেছে পাকিস্তান। তিনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শেষবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারায় পাকিস্তান৷

টি-টোয়েন্টি ফর্মাটে(T 20)শুরু থেকেই নজর কেড়েছে পাক ক্রিকেটাররা। কিন্তু পিছিয়ে নেই মেইন ইন ব্লুজ । ১১৫ ম্যাচের মধ্যে ৭৩ টিতে জয়লাভ করেছে তাঁরা। জয়ের হার ৬৫ শতাংশের অধিক।

সম্পর্কিত পোস্ট