হিমালয়ে আঞ্চলিক আবহাওয়া দফতর খোলার পরিকল্পনা ভারতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হিমালয়ে আঞ্চলিক আবহাওয়া দফতর খোলার কথা ভাবছে ভারত। এমনটাই খবর কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর।

সূত্রের খবর, সহজেই প্রাকৃতিক দুর্যোগের পুর্বাভাস এবং সতর্কতা জারি করার জন্যই এই কেন্দ্রটি খোলা যাবে বলে জানা গিয়েছে। যা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, এই আঞ্চলইক দফতর শুধুমাত্র ভারতকেই নয়, সমস্ত প্রতিবেশী দেশগুলিকে আবহাওয়া সম্পর্কিত তথ্য দেবে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অরগ্যানাইজেশন হিমালয়ের অন্য প্রান্তে চিনেও একটি আঞ্চলিক আবহাওয়া দফতর খোলার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

এছাড়াও কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে পার্বত্য অঞ্চলে আবহাওয়া এবং জলবায়ু পরিষেবা সংক্রান্ত ওয়েবিনারে জানানো হয়েছে, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে পূর্বঘাট, পশ্চিমঘাট এবং উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলে রয়েছে। সেখানেও এই পরিকল্পনা স্ফলভাবে রূপায়নের চেষ্টা করা হচ্ছে।

হিমালয়ের আকার বিশাল। ভারতের জলবায়ু, বিপর্যয়কালীন ব্যবস্থাপনা এবং বাস্তুতন্ত্রের ওপর এর ভূমিকা ব্যাপক। ভারতের জলবায়ু অনেকটা নির্ভর করে হিমালয়ের ওপরে। যেহেতু হিমালয়ের পার্বত্য অঞ্চল সমভূমি থেকে বিচ্ছিন্ন, সেই কারণেই এখানে আঞ্চলিক আবহাওয়া দফতর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে সহজেই কোনও প্রাকৃতিক দুর্যোগের পুর্বাভাস এবং সতর্কতা জারি করা সম্ভব হবে। আবহাওয়া দফতরের কাজ শেষ হলে নজর দেওয়া হবে এলাকার পর্যটন, শিল্প এবং কৃষির দিকেও। সংস্থার তরফে পরিষেবা পাবেন স্থানীয় মানুষেরা।

সম্পর্কিত পোস্ট