ঈদে সীমান্ত বন্ধ হলেও ভারত থেকে যাবে অক্সিজেনের ট্রাক
মাসে ৩০ হাজার মে: টন অক্সিজেন ঢোকে
দ্য কোয়ারি ডেস্ক: করোনা সংক্রমণ বাড়ছে বাংলাদেশে। করোনা চিকিৎসায় অতি প্রয়োজনীয় কৃত্রিম অক্সিজেন সরবরাহ চালু রাখতে ততপর বাংলাদেশ সরকার।
ঈদের ছুটির মধ্যেও ভারত থেকে আনা হবে অক্সিজেন। যদিও ঈদ উপলক্ষ্যে ভারতের সঙ্গে সব সীমান্ত দিয়ে আগামী চারদিন অন্যান্য বাণিজ্য লেনদেন বন্ধ থাকছে।
কৃত্রিম অক্সিজেন সরবরাহ চালু রাখতে বুধবার ঈদের দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চালু থাকছে জরুরি সেবার অক্সিজেন আমদানি। মঙ্গলবার একথা জানান বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা।
তিনি জানিয়েছেন, ঈদ উল আজহা ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। তাই অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস করাতে পারেন সে জন্য কাস্টমস কর্মকর্তাদের প্রস্তুত রাখা হয়েছে।
সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল। পশ্চিমবঙ্গের দিক থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা ট্রাক দ্রুত বাংলাদেশে প্রবেশ করানোর জন্য পেট্রাপোলে ভারতীয় কাস্টমস কর্মকর্তারও প্রস্তুত।
মাস খানেক আগে ভারতে অক্সিজেন সংকট ছিল প্রবল। সেই সময় ভারত থেকে কোনও দেশেই আর অক্সিজেন সরবরাহ করা হয়নি। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ফের সরবরাহ শুরু হয়েছে।
বাংলাদেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন পাঠায় ভারত।