India vs China : ‘শক্তিশালী ও আত্মবিশ্বাসী’ – ভারতকে তাহলে ভয় পেল চিন ?
ভারতকে তাহলে ভয় পেল চিন ?
The Quiry : যতদিন না পূর্ব লাদাখ সীমান্ত (ওয়েস্টার্ন সেক্টর) নিয়ে সংঘাত মিটছে, ততদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না। সেই সংঘাত মেটানোর জন্য সামরিক এবং কূটনৈতিক স্তরে দু’দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। ‘শক্তিশালী ও আত্মবিশ্বাসী’, ভারতকে তাহলে ভয় পেল চিন ? নিজের অবস্থানে অবশ্য অনড় মোদীরা।
উল্লেখ্য , গত ৯ অক্টোবর এবং ১০ অক্টোবর সামরিক পর্যায়ের বৈঠকে ওয়েস্টার্ন সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে যে সমস্যা আছে, তা দ্রুত সমাধানের বিষয়ে একমত হয়েছে দু’দেশ। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীব জয়সওয়াল বলেন, ‘চিন নিয়ে আমাদের অবস্থান সকলের কাছেই জলের মতো স্পষ্ট। সেই সম্পর্ক স্বাভাবিক নয়। স্বাভাবিক হতে সামরিক স্তরের পাশাপাশি আমাদের মধ্যে কূটনৈতিক স্তরেও আলোচনা করা হয়েছে।’
India vs China : ‘শক্তিশালী ও আত্মবিশ্বাসী’ – ভারতকে তাহলে ভয় পেল চিন ?
আরও খবর- Adityal 1 : লক্ষপূরণ থেকে এক ধাপ দূরে আদিত্যএল ১‘ ! সূর্য জয়ে শীঘ্রই ভারতের স্বপ্নপূরণ
চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়। নিজের অবস্থানে অনড় থেকে আরও একবার স্পষ্ট করে দিল ভারত। ভারতের ভূয়সী প্রশংসা করল চিনা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। ঐ সংবাদমাধ্যমের কলামে ভারতকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হিসেবে অভিহিত করা হয়েছে।