নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্পিনার নিয়ে নামতে চায় ভারত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড (T-20 World Cup)কাপের প্রথম ম্যাচেই পরাজিত হয়ে কঠিন লড়াইয়ের সম্মুখীন মেইন ইন ব্লুজ। এর মধ্যে বিরাটদের পরবর্তী লড়াই কিউয়িদের বিরুদ্ধে। আগামী ম্যাচে বোলিং কম্বিনেশনের দিকে তাকিয়ে তৃতীয় স্পিনার (third spinner ) ব্যবহার করতে চাইছে ভারত (India )।
কারণ, গ্রুপ লিগে প্রত্যেকটি ম্যাচ রয়েছে রাত সাড়ে সাতটা নাগাদ। মরুপ্রদেশের পরিস্থিতি রাতের দিকে অনেকটা পরিবর্তন হয়। ফলে বেশীরভাগ ম্যাচেই যে দল টসে জেতে তাঁরা রান চেজ করতে চায়৷ অনেকে সফলও হয়৷
নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের দিকে তাকিয়ে আগামী ম্যাচে রবীচন্দ্রন অশ্বীনকে (Ravichandran Ashwin) খেলাতে চায় ভারত। সেখানে ভুবনেশ্বর কুমার অথবা মহম্মদ শামিকে বসাতে পারে টিম ম্যানেজমেন্ট৷ কারণ, অলরাউন্ডার হিসাবে শারদুলকেই ব্যবহার করতে পারবে ভারত৷ এখনও অনেকটা আনফিট পান্ডেয়া৷ তাই তাঁকেও বোলিং করাতে চায় না ভারত। নেই ওয়াশিংটন সুন্দরও। তাই শেষ ভরসা অশ্বীন৷
মমতার উপস্থিতিতে গোয়ায় নতুন চমক, যোগদান করলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ
সেক্ষেত্রে প্রথম ছয় ওভারের মধ্যে কোনও স্পিন বোলারকে ৩ ওভার অবধি ব্যবহার করতে চাইবেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। শেষের দিকে গুরুত্বপূর্ণ সময়ে বেস্ট পেসারকে ব্যবহার করে চাপে ফেলা যেতে পারে।
কারণ, শেষ ইনিংসে বোলিং করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বোলারদের। শেষের দিকে বল স্লো হওয়ার কারণে অ্যাডভান্টেজ পাচ্ছেন ব্যাটসম্যানরা। তাই স্পিনারদের ব্যবহার করে চমক আনতে চাইছে ভারত।