#IndiaFightsCorona প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন দেশের দুই ক্রিকেটার

রবিবার রাত ৯টায় করোনা মোকাবিলায় একতার প্রদীপ জ্বালানোর পাশাপাশি ৫০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে (PM-CARES) দান করলেন যুবরাজ সিং । 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- দেশের কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরও দুই ক্রিকেটার। একজন যুবরাজ সিং , অপরজন হরভজন সিং । 

রবিবার রাত ৯টায় করোনা মোকাবিলায় একতার প্রদীপ জ্বালানোর পাশাপাশি ৫০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে (PM-CARES) দান করলেন যুবরাজ সিং । 

সেই সঙ্গে যুবরাজ জানালেন, করোনায় আক্রান্ত মানুষের পাশে প্রত্যেকের দাঁড়ানো বাঞ্ছনীয় । 

অন্যদিকে হরভজন সিং প্রতিদিন পাঁচ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করলেন।

উল্লেখ্য, শুক্রবারই দেশের ৪০জন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে করোনা সচেতনতায় এগিয়ে আসার জন্য ভিডিও কনফারেন্স করেছিলেন নমো । 

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে একতার সুরে বাঁধতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন যুবিও ।

প্রাক্তন অলরাউন্ডার সেকথা মনে করিয়ে বলেছেন, “দেশ আজ করোনায় বিপন্ন। আমাদের প্রত্যেকের উচিত, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়া । তিনি ন’মিনিট ধরে আলো জ্বালানোর নির্দেশ দিয়েছেন। আমরা প্রত্যেকে সেই ডাকা সাড়া দিয়ে বুঝিয়ে দেব, সকলে আমরা এক ।” 

[ আরও পড়ুন : #FightAgainstCorona ক্রীড়াজগৎকে এগিয়ে আসার ডাক দিলেন মোদি ]

সেই সঙ্গে যুবরাজ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লাখ টাকা।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে দীপ জালিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিংও।

স্ত্রী গীতা বেসরার সঙ্গে প্রদীপ জ্বালানোর একটি ছবি পোস্ট করেছেন ভাজ্জি ।

সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এখন থেকে প্রতিদিন অন্তত ৫ হাজার মানুষের রেশনের দায়িত্ব তিনি নেবেন । 

করোনা মোকাবিলায় রাজনীতির ঊর্ধ্বে উঠে এগিয়ে এসেছেন গৌতম গম্ভীরও। নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা তিনি দিলেন দিল্লি সরকারের ত্রাণ তহবিলে । 

এরআগেও গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে দিল্লি সরকারকে ৫০ লক্ষ টাকা দান করেছিলেন ।

সম্পর্কিত পোস্ট