Indian Army Recruitment 2022 : ভারতীয় সেনাবাহিনীতে শতাধিক শূণ্যপদ, আবেদনের শেষ তারিখ আজই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে ( Indian Army Recruitment 2022 ) যারা কাজ করতে চান তাদের জন্য সুখবর। ১৮০’র বেশি শূন্য পদে প্রার্থীরা আবেদন জানাতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ দিন বুধবার,৬ই এপ্রিল।

অবিবাহিত মহিলা যিনি ইঞ্জিনিয়ারিং স্নাতক, অবিবাহিত পুরুষ, এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মৃত সেনার স্ত্রীদেরও আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ( Indian Army Recruitment ) অফিসিয়াল ওয়েবসাইটে  এই বিজ্ঞপ্তি নিয়ে আরো বিশেষ তথ্য দেওয়া রয়েছে।

ফ্রান্সেও অতি দক্ষিণপন্থার উত্থান, ভোটের আগে প্রবল চাপে মধ্যপন্থী ফরাসি রাষ্ট্রপতি

Indian Army Recruitment

সূত্রের খবর,

  • ২০২২ সালের অক্টোবর মাসে কোর্স শুরু হবে।
  • চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ( Chennai Officers training Accademy  )  কোর্সের প্রক্রিয়া চলবে।
  • এস এস ডব্লিউ (SSW) পদে শূন্য পদ ১৪ টি,
  • এস এস সি (SSC)পদে শূন্যপদ ১৭৫ টি।
  • মৃত সেনার স্ত্রীদের ক্ষেত্রে শূন্যপদ ২টি।

আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে স্নাতকোত্তর হতে হবে অথবা এই ডিগ্রী কোর্সের শেষ বর্ষে থাকতে হবে। এছাড়া তারা আবেদন করতে পারবেন না।

২০২২ সালের ১ অক্টোবরের মধ্যে হওয়া এস এস সি এবং এসএসডব্লিউ পদের জন্য আবেদনকারীদের বয়স সীমা ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। মৃত সেনার স্ত্রীদের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বছর।

আবেদনের সমস্ত প্রক্রিয়া অনলাইনে হবে। আজ দুপুর ৩টের মধ্যে শেষ করতে হবে আবেদন প্রক্রিয়া।

সম্পর্কিত পোস্ট