ভালো রয়েছেন মহারাজ, জানালেন চিকিৎসকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হৃদযন্ত্র সচল হতে আরও সময় লাগবে এবং আরও চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন ডাক্তাররা।

এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়।আগামীকাল আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। আপাতত বাইপাস সার্জারি না করার পরামর্শ দিয়েছেন দেবী শেঠি ও তার টিম। আগামীকাল তাঁর উপস্থিতিতেই বৈঠকে বসবে মেডিকেল বোর্ড।

হাসপাতাল সূত্রের খবর, শনিবার অ্যানজিওপ্ল্যাস্ট হয়েছে মহারাজের। তাঁর ধমনীতে ৯৫ শতাংশ বলকেজ ছিল। তাই স্টেন্ট বসানো হয়েছে। এখনও দুটি ব্লকেজ রয়েছে। বাকি দুটিতে স্টেন বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

৮ জনের একটি মেডিকেল বোর্ড গঠনের পরেই ঠিক হবে অস্ত্রোপচার হবে কিনা। চিকিৎসকরা জানিয়েছেন, স্টেন্ট বসানোর পর তিন মাস বিশ্রামে থাকতে হবে বিসিসিআই প্রেসিডেন্টকে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/om-prakash-mishra-in-jalpaiguri-to-meet-the-problems-of-the-party-will-remain-till-the-election/

রবিবার সকালে হাসপাতালের তরফে বুলেটিনে বলা হয়েছে, শনিবার রাতে কোনও সমস্যা হয়নি সৌরভের। ভালো ঘুম হয়েছে তাঁর। প্রাক্তন ক্রিকেট অধিনায়কের দেখভালের জন্য একজন বিশেষজ্ঞ ছিলেন বলে জানা গিয়েছে।

রবিবার সকালে ব্রেকফাস্ট করার পর পড়েছেন খবরের কাগজ। চিকিৎসায় পুরোপুরিভাবে সহযোগিতা করছেন তিনি। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।

সকালে রুটিন চেক আপে দেখা গিয়েছে শরীরে অক্সিজেনের পরিমাণ ৯৮ শতাংশ । মানসিক ভাবে চনমনে রয়েছে তিনি। হাসপাতালে দেখা করতে আসা সকলের সঙ্গে দেখা করেছেন তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ। হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট