পূর্ব লাদাখে উত্তেজক পরিস্থিতি ঘিরে চিনের কড়া সমালোচনা ভারতের

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পূর্ব লাদাখে এখনও অবস্থান রয়েছে পিপলস লিবারেশন আর্মির৷ যা নিয়ে আরও একবার পড়শি দেশের কড়া সমালোচনা করল ভারত।

ভারতের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত সিদ্ধান্তের মাধ্যমে লাদাখে এখনও অবধি উত্তেজনামূলক পরিস্থিতি জারি রেখেছে চিন৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, লাদাখ সীমান্তে ক্রমাগত সেনা এবং অস্ত্রের ভাণ্ডার বাড়িয়ে চলেছে চিন। সমস্ত চুক্তি লঙ্ঘন করেই চিন এই কাজ রেখেছে বলে জানিয়েছেন তিনি।

যার ফলে পূর্ব লাদাখের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে জানিয়েছন তিনি৷ চিনের বাড়বাড়ন্তের কড়া জবাব দিতে ভারতের উচিত লাদাখ সীমান্তে আরও বেশী সেনা মোতায়েন করা।

কিছুদিন আগেই চিনের তরফে জানানো হয়েছিল দুই দেশের সীমান্তে শৃঙ্খলা ভঙ্গের জন্য নয়া দিল্লি দায়ী। এমনকি পূর্বের চুক্তি লঙ্ঘন করে ভারত এই কাজ জারি রেখেছে। এমনটাই দোষারোপ করে বেজিং৷

এরপরেই কড়া জবাব দিল ভারত। চিনের সমস্ত যুক্তিকে ভিত্তিহীন বলে দাবী করেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

উল্লেখ্য, গত বছরের মে মাস থেকেই পূর্ব লাদাখে যুযুধান দুই দেশ। লাদাখ সীমান্তে ক্রমাগত সেনা মোতায়েন এবং অস্ত্রের ভাণ্ডার বাড়িয়ে চলেছে চিন৷ এরই মধ্যে দুই পক্ষের সংঘর্ষ হয়৷ তারপর থেকে শান্তি বজায় রাখতে একাধিকবার চুসুলে বৈঠকে বসেছে ভারত-চিন।

কিন্তু কোনও লাভ হয়নি। এমনকি গত মাসে দুশানবেতে সীমান্ত দুই বিদেশমন্ত্রীর বৈঠকের পর এই বয়ান পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলবে বলে মনে করা হচ্ছে৷

সম্পর্কিত পোস্ট