৩০ জুন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি রেল মন্ত্রকের
রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ওই সময় পর্যন্ত যারা সাধারণ ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, তাদের সকলের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এই সময়ের মধ্যে শুধু শ্রমিক স্পেশ্যাল ট্রেন এবং বিশেষ ট্রেনই চলবে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩০ জুন পর্যন্ত বন্ধ যাত্রীবাহী রেল পরিষেবা। বৃহস্পতিবার সকালেই বিবৃতি দিয়ে জানাল রেল।
রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ওই সময় পর্যন্ত যারা সাধারণ ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, তাদের সকলের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এই সময়ের মধ্যে শুধু শ্রমিক স্পেশ্যাল ট্রেন এবং বিশেষ ট্রেনই চলবে।
Indian Railways cancels all tickets booked to travel on or before June 30th, 2020. Refunds given to all tickets booked till 30th June 2020. All special trains and Shramik Special train to however ply as usual. pic.twitter.com/5Pgs09WB2t
— ANI (@ANI) May 14, 2020
চলতি মাসের ১ তারিখ থেকে পরিযায়ী শ্রমিক ও ভিনরাজ্যে আটকে পড়া ছাত্র ও পূন্যার্থীদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করে রেল। শুরু হয় ১৫ টি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল। যেগুলির ভাড়া ধার্য হয় রাজধানী এক্সপ্রেসের মত। এখনো পর্যন্ত ২ লক্ষ ৩৪ হাজার ৪১১ জন স্পেশ্যাল ট্রেনের টিকিট বুক করেছেন এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত রেলের আয় হয়েছে ৪৫.৩০ কোটি টাকা।
ব্রিটেন থেকে ধার করা করোনা প্যাকেজেও দিশা দেখাতে ব্যর্থ প্রধানমন্ত্রী
এহেন পরিস্থিতিতে অনেকেই আশা করছিলেন এবার অন্য প্যাসেঞ্জার ট্রেনগুলি চালানো হবে। তবে সে আশায় আজ বিবৃতি দিয়ে জল ঢেলে দিল রেলমন্ত্রক। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এই মুহুর্তে দেশে করোনা আপডেটঃ
- একদিনে করোনা সংক্রমিত ৩,৫০০ জন।
- ভারতে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ৭৮,০০৩ জন।
- কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, করোনা অ্যাকটিভ রয়েছেন ৪৯,২১৯ জন ।
- সুস্থ হয়ে উঠেছেন ২৬,২৩৪ জন।
- সংক্রমণের জেরে এ দেশে মৃত্যু হয়েছে ২,৫৪৯ জনের।