বৃষ্টির কারণে ভেস্তে গেল ম্যাচ, ফাইনালে স্মৃতিরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। বুধবার পেরিয়ে বৃহস্পতিবারেও থামেনি।বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল। ম্যাচ না খেলেই প্রথমবার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
আইসিসির তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে সেমিফাইনালের জন্য দিন তাঁদের হাতে নেই। সেকারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। তবে সেমিফাইনাল না হওয়ার কারণে গ্রুপ পর্বে যার বেশী পয়েন্ট থাকবে তাঁদের ফাইনালে যাওয়ার রাস্তা একেবারে মসৃণ।
আরও পড়ুনঃ বাংলার জয়ে ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
সেদিক থেকে দেখতে গেলে গ্রুপ লিগে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ লিগের শীর্ষে ছিল উইমেন ইন ব্লুজ। তাই বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলেও স্মৃতি, পুনামদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায়।
মঙ্গলবার সিডনির স্থানীয় সময় দুপুর ৩ টে শুরু হওয়ার কথা ছিল ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের। সেইমতো দুপুর আড়াইটে নাগাদ টস হওয়ার কথা ছিল। কিন্তু তুমুল বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। বুধবারের পর বৃহস্পতিবারেও একটানা বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
আরও পড়ুনঃ টেনিসকে বিদায় জানালেন রাশিয়ান সুন্দরী মাশা
শেষে ১০ ওভার করে ম্যাচের সিদ্ধান্ত নেয় আইসিসি। সেইমতো স্থানীয় সময় বিকেল ৪ টে ৫১ মিনিট থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ১৫ মিনিট আগে টসের সময়েও বৃষ্টি থামার কোনও লক্ষন না দেখে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে হয় পরিচালকদের।
এর আগে ২০১৮ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেবার ইংরেজ বাহিনীর কাছে হারতে হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। বৃহস্পতিবার ভাগ্যের চাকা স্মৃতিদের বদলা নিতে সাহায্য করেছে বলে মনে করছেন অনেকেই।