ব্রিটেনের করোনার নতুন প্রজাতি, সংক্রমণ রুখতে পদক্ষেপ নিল ভারত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কে রয়েছে গোটা বিশ্ব। ক্রমশ উদ্বেগ বেড়েছে ভারতেও। করোনার নতুন প্রজাতির চিহ্নিতকরণ এবং সংক্রমণ রুখতে শনিবার বিশেষ বৈঠকে বসে ন্যাশনাল টাস্ক ফোর্স।

ইতিমধ্যেই একমাসে ব্রিটেন থেকে আসা ৫০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। ব্রিটেন ফেরত যাত্রীদের দেশের ছয়টি গবেষণাগারে রাখা হয়েছে।

গত কয়েকদিনে ব্রিটেন থেকে যাত্রীরা ভারতে আসার পর থেকেই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের তত্ত্বাবধানে একটি দল গঠন করা হয়েছে। নতুন প্রজাতিকে চিহ্নিত করতে ‘জিনোমিক সার্ভেইল্যান্স’ এর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ বছর শেষে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন, ব্রিটেন থেকে ফিরেছে ৪ হাজারের বেশী মানুষ

সরকারের তরফে জানানো হয়েছে সার্স কোভ-২ এর অনবরত মিউটেশন হচ্ছে। তাই সংক্রমণ রুখতে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পড়া এবং স্যানিটাইজারের ব্যবহার এই সমস্ত বিধিগুলিকে পালন করার কথা বলা হচ্ছে।

গত সেপ্টেম্বরে দক্ষিণ-পুর্ব ইংল্যান্ডে করোনার নতুন প্রজাতি ধরা পড়ে। নতুন ভাইরাস আগের তুলনায় ৭০ শতাংশ বেশী সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনে করোনার নতুন প্রজাতি ধরা পড়ার পর সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে একাধিক দেশ। কিন্তু এরই মধ্যে ব্রিটেন থেকে ভারতে বহু মানুষ এসেছেন। নতুন ভাইরাসের লক্ষণ তাঁদের দেহে রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

 

 

সম্পর্কিত পোস্ট