রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ ভারতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রায়াবাদ এবং জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগল ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত ছিল দুই পড়শি দেশ। সেখানে প্রথম জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ তোলে পাকিস্তান।

পাল্টা সন্ত্রাসবাদী কার্যকলাপে সায় দেওয়ার জন্য পাকিস্তানকে কটাক্ষ করে বক্তব্য পেশ করেন ইন্ডিয়া মিশন টুইউনাইটেড নেশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো বিনিতো।

এদিন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য হস্তক্ষেপ করুক রাষ্ট্রসংঘ।

পাল্টা ভারতীয় প্রতিনিধির তরফে বলা হয়, জম্মু-কাশ্মীর ভারতের একটি অংশ। তাই জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার বিষয়টিও ভারতের অভ্যন্তরীণ বিষয়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tuberculosis-is-nesting-in-the-body-after-corona/

তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের একটি অংশ দখল করে রেখেছে পাকিস্তান। ভারতের এলাকা থেকে পাকিস্তানকে সরে যাওয়ার পরামর্শ দেন তিনি।

জঙ্গি কার্যকলাপ প্রসঙ্গে বিনিতো বলেন, কিভাবে সন্ত্রাসবাদে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। একাধিকবার সতর্কতা জারি করা হলেও পাক সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। একমাত্র সন্ত্রাসবাদকে মদতে না দিলেই স্বাভাবিক ছন্দে ফিরবে পাকিস্তান।

এদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জবাবে বিনিতো বলেন, ইমরান খান কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে ওসামাবিন লাদেনকে শহীদ বলেছেন। এতেই তাঁর মানসিকতা স্পষ্ট হয়।

এছাড়াও ইমরান খানের বক্তব্যের পর তিনি বলেন, পাক প্রধানমন্ত্রীর নিজের কোনও বক্তব্য নেই। বিশ্বের জন্য কোনও পরামর্শ নেই। বরং ক্রমাগত মিথ্যা বলে চলেছেন। রাষ্ট্রসংঘের মঞ্চে তিনি যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন, তাতে সভার মান নষ্ট হয়েছে।

সম্পর্কিত পোস্ট